• লা লিগা
  • " />

     

    এক মৌসুমে দুইবার বরখাস্ত মনতেল্লা

    এক মৌসুমে দুইবার বরখাস্ত মনতেল্লা    

    নিজেকে ‘দুর্ভাগা’ ছাড়া আর কিই বা বলতে পারেন। এসি মিলান থেকে বরখাস্ত হয়ে এই মৌসুমেই সেভিয়াতে এসেছিলেন। এবার সেভিয়াও তাকে কোচের দায়িত্ব থেকে সরিয়ে দিচ্ছে। এক মৌসুমে তাই দুইবার বরখাস্ত হলেন ভিনসেঞ্জো মন্তেল্লা।

    গত বছরের নভেম্বরে দলের বাজে ফর্মের জন্য এসি মিলান কর্তৃপক্ষ বরখাস্ত করে মন্টেলাকে। পরের মাসের ২৮ তারিখেই নতুন চাকরি পান, যোগ দেন স্প্যানিশ ক্লাব সেভিয়ার কোচ হিসেবে। তবে সেখানেও খুব একটা সুবিধা করতে পারছিলেন না।

    সাফল্য বলতে ছিল ম্যানচেস্টার ইউনাইটেডকে চ্যাম্পিয়নস লিগের শেষ ১৬ থেকে বিদায় করা। এরপর টানা ৯ ম্যাচে জয়ের মুখ দেখেনি মন্তেল্লা দল। কিছুদিন আগেও জানা গিয়েছিল, অন্তত এই মৌসুমের শেষ পর্যন্ত দায়িত্বে থাকবেন তিনি।

    কিন্তু গত শুক্রবার লেভান্তের বিপক্ষে হারের পর ধৈর্যের বাধ ভাঙ্গে ক্লাব কর্তৃপক্ষের। মৌসুম শেষের আগেই মন্তেল্লা ছাঁটাই করার সিদ্ধান্ত নেয় সেভিয়া। মৌসুমের বাকি সময়টা ভারপ্রাপ্ত কোচের দায়িত্ব পালন করবেন জোয়াকিন কাপারোস।