• লা লিগা
  • " />

     

    চীনে নয়, জাপানে যাচ্ছেন ইনিয়েস্তা!

    চীনে নয়, জাপানে যাচ্ছেন ইনিয়েস্তা!    

    বার্সেলোনা ছেড়ে চীনে যাচ্ছেন, গুঞ্জনটা গড়িয়েছিল অনেকদূরই। তবে আন্দ্রেস ইনিয়েস্তা যে চাইনিজ লিগের ক্লাব চকিং দাংদাই লিফানে যাচ্ছেন না, সেটা নিশ্চিত করেছে ক্লাবটি। এবার শোনা যাচ্ছে, ইনিয়েস্তার পরবর্তী গন্তব্য হবে জাপান!

     

     

    লিফানের পক্ষ থেকে গত মাসের শেষে জানানো হয়েছিল, ইনিয়েস্তার সাথে ক্লাবের চুক্তি সময়ের ব্যাপার মাত্র। দলের প্রধান স্পন্সররাও এই ব্যাপারে সবুজ সংকেত দিয়েছিলেন। তবে হুট করেই ক্লাবের এক বিশেষ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ফুটবলার হিসেবে না, ক্লাবের প্রচারণার কাজের জন্যই শুধুমাত্র চুক্তি করা হবে।

    এদিকে চীনে না হলেও আরেক এশিয়ান লিগে খেলতে পারেন ইনিয়েস্তা। গুঞ্জন উঠেছে, জাপানের জে-১ লিগের ভিসেল কোবে ক্লাবের সাথে চুক্তি করতে পারেন তিনি। ক্লাবের মালিক হিরোশি মিকিতানি বার্সেলোনার জার্সির স্পন্সর রাকুতেনেরও মালিক। তিন বছরের চুক্তিতে এখানেই যেতে পারেন তিনি, বেতন হতে পারে প্রতি মৌসুমে ২৫ মিলিয়ন ইউরো।