রিয়ালকে মিস করেন না ক্যাসিয়াস!
চোখের জলে রিয়াল মাদ্রিদকে বিদায় বলেছিলেন। দীর্ঘ ক্যারিয়ারের শেষের দিকে রিয়ালে অনেকটাই ‘ব্রাত্য’ হয়ে পড়া ইকার ক্যাসিয়াস ২০১৫ সালে পাড়ি জমিয়েছিলেন পোর্তোতে। এর মাঝে পেরিয়ে গেছে তিন বছর। শৈশবের ক্লাবের কথা কি মনে পড়ে তাঁর? ক্যাসিয়াস বলছেন, রিয়ালকে নাকি একটুও মিস করেন না তিনি!
ক্যারিয়ারে আর পেছনের দিকে ফিরে তাকাতে চান না ক্যাসিয়াস, ‘আমি রিয়ালকে মিস করি না। জীবনে এমন একটা সময় আসে যখন পেছনে ফিরে তাকাতে হয় না, সামনের দিকে এগুতে হয়। রিয়াল আমাকে সবকিছুই দিয়েছে। অনেক ট্রফি জিতেছি, অনেক বড় বড় ম্যাচ খেলেছি। ক্লাবের কাছে আমি আজীবন কৃতজ্ঞ থাকব। এখনো তাদের সমর্থন করি, খেলাও দেখি।’
লা লিগার চ্যাম্পিয়ন হওয়ার পর বার্সেলোনাকে গার্ড অফ অনার দেয়নি রিয়াল। ক্যাসিয়াস জানালেন, তিনি এরকম পরিস্থিতিতে রিয়ালে থাকলে অবশ্য এই সম্মানটা দিতেন মেসিদের, ‘বার্নাব্যুতে বার্সেলোনা আমাদের গার্ড অফ অনার দিয়েছিল। আমি রিয়ালে থাকলে এবার তাদের জন্যও এটা করতাম।’