"এক দলে খেলতে অসুবিধা হবে না রোনালদো-নেইমারের"
এক বনে নাকি দুই ‘সিংহ’ থাকতে পারে না। একই দলে নেইমার ও ক্রিশ্চিয়ানো রোনালদো খেললে ব্যাপারটা আসলে কেমন হবে, সেটা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকেই। তবে রিয়াল মাদ্রিদ কোচ জিনেদিন জিদান বলছেন, দুজন অনায়াসেই এক দলে খেলতে পারবেন।
‘নেইমার রিয়ালে যাচ্ছেন’। পিএসজির হয়ে খেলার সময় ইনজুরিতে পরার পর থেকেই নেইমারকে নিয়ে এই গুঞ্জনটা ছড়িয়েছে ভালোমতোই। গত কয়েকদিন ধরে সেই গুঞ্জনের পালে আরও হাওয়া লেগেছে।
নেইমার আগামী মৌসুমে রিয়াল আসবেন কিনা, সেটা নিয়ে অবশ্য ক্লাবের সাথে আলোচনা হয়নি জিদানের, ‘আমি জানি না তারা নেইমারের সাথে আলোচনা করছে কিনা। এই মুহূর্তে হয়ত এরকম কোনো আলোচনা হচ্ছে না। আগে মৌসুমটা শেষ হোক, এরপর দেখা যাবে সবকিছু। পরের মৌসুমে অনেক পরিবর্তনই আসতে পারে, সেটা নিয়ে এখন ভেবে লাভ নেই।’
দুজন একসাথে খেললে সেটায় কোনো সমস্যা হবে না বলেই ধারণা জিদানের, ‘ভালো ফুটবলাররা একে অন্যের পাসে অনায়াসেই খেলতে পারে। আমার আর ইউরিকে নিয়েও অনেক কথা হয়েছিল, কিন্তু আমরা তো একসাথে বিশ্বকাপ জিতেছিলাম! মাঠের বাইরে কী হবে সেটা ভিন্ন ব্যাপার। তবে মাঠে রোনালদো-নেইমারের একসাথে খেলায় কোনো সমস্যা দেখছি না।’