• লা লিগা
  • " />

     

    বিদায় জানাতে সোসিয়েদাদ পরবে প্রিয়েতোর ছবিওয়ালা জার্সি

    বিদায় জানাতে সোসিয়েদাদ পরবে প্রিয়েতোর ছবিওয়ালা জার্সি    

    যাত্রাটা শুরু হয়েছিল ১৮ বছর আগে। যুবদল থেকে মূল দলে ঢুকেছিলেন ১৪ বছর আগে। জাবি প্রিয়েতো ক্যারিয়ারের পুরোটাই কাটিয়ে দিয়েছেন রিয়াল সোসিয়েদাদে। আজ শেষবারের মতো সোসিয়েদাদের হয়ে মাঠে নামছেন প্রিয়েতো। দলের এই কিংবদন্তির বিদায়ী ম্যাচে সোসিয়েদাদ ফুটবলাররা তাদের জার্সিতে প্রিয়েতোর ছবি সম্বলিত লোগো পরেই খেলবেন লেগানেসের বিপক্ষে।

     

     

    ইংল্যান্ড, ইতালি, জার্মানি; ইউরোপের বড় ক্লাব থেকে কম প্রস্তাব পাননি ৩৪ বছর বয়সী প্রিয়েতো।  কিন্তু অন্যদের মতো টাকার ঝনঝনানি তাকে আকৃষ্ট করেনি। নিজের ‘ঘর’ সোসিয়েদাদ ছেড়েও তাই এত বছরে কোথাও যাননি প্রিয়েতো।

     

    নিজেদের প্রাণপ্রিয় অধিনায়কের বিদায়ে জার্সিতে তাই তার মাথাঙ্কিত ছবি পরেই মাঠে নামবে দলের সবাই, ‘তিনি এত বছর আমাদের নেতৃত্ব দিয়েছেন। এস্টাডিও আনোয়েতায় শেষ ম্যাচ খেলতে নামছেন তিনি। বিদায়বেলায় তার ছবিসহ জার্সি পরেই খেলতে নামবে সোসিয়েদাদ।’