• লা লিগা
  • " />

     

    "পিএসজিতে নেইমার খুশি কিনা, নিশ্চিত নই"

    "পিএসজিতে নেইমার খুশি কিনা, নিশ্চিত নই"    

    ব্রাজিল কিংবদন্তি রোনালদো বলেছেন, পিএসজিতে নেইমার খুশি কিনা সেটা নিয়ে নিশ্চিত নন তিনি। 

    প্যারিসে লিগ ওয়ানের পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে নিজের ভবিষ্যত নিয়ে ‘বিরক্ত’ বলে জানিয়েছেন নেইমার, তবে সামনের মৌসুমে প্যারিসেই থাকবেন কিনা সেটা নিশ্চিত করেননি। 

    তার পূর্বসূরি রোনালদো এই পুরষ্কার দেওয়ার আগেই বলেছেন, এক বছর পরই পিএসজি ছেড়ে নেইমার যাবেন কিনা, সেতা এখনও অনিশ্চিত। 

    “লিগ ওয়ান শুধু নয়, ফ্রান্সকেও নেইমার অনেক কিছুই দিয়েছে”, ২০০২ বিশ্বকাপজয়ী রোনালদো বলছেন, “সবাই পিএসজি নিয়ে কথা বলছে। সে দারুণ একজন খেলোয়াড়, সবাই তাকে নিয়ে কথা বলে।” 

     

     

    “পিএসজিতে তার যোগ দেওয়া কি ভাল সিদ্ধান্ত ছিল? নেইমার এখানে মাত্র এক বছর হলো এসেছে, এর ওপর চোটে ভুগেছে। আমি নিশ্চিত না, সে প্যারিসে খুশি কিনা, তবে জীবন তো থেমে থাকবে না। আমাদের অপেক্ষা করতে হবে, কী হয় সেটা দেখতে হবে।” 

    এই সপ্তাহের শেষের দিকেই উনাই এমেরির উত্তরসূরি হিসেবে থমাস টুখেলের নাম ঘোষণা করার কথা পিএসজির ম্যানেজার হিসেবে। বুধবার দলের সঙ্গে অনুশীলনে নেইমার যোগ দেবেন বলেও শোনা যাচ্ছে। অধিনায়ক থিয়াগো সিলভা বলেছেন এমনই। 

    “এখন পর্যন্ত আমাদের কেউ কিছু বলেনি”, পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে বলেছেন সিলভা, “যদি তিনিই কোচ হন, তিনি আমাদের মতোই। জার্মান হলেও চিন্তা-ভাবনা ব্রাজিলিয়ানদের মতো, এটা আমাদের অনেক সাহায্য করবে।”