• লা লিগা
  • " />

     

    জোড়া গোলে অ্যাটলেটিকোকে বিদায় বললেন তোরেস

    জোড়া গোলে অ্যাটলেটিকোকে বিদায় বললেন তোরেস    

    গতকাল জুভেন্টাসকে বিদায় বলেছেন জিয়ানলুইজি বুফন। আজ আন্দ্রেস ইনিয়েস্তা, জাবি প্রিয়েতোরা বিদায় নিচ্ছেন। মাঝের সময়ে বিদায় নিলেন ফার্নান্দো তোরেস। এইবারের বিপক্ষে জোড়া গোল করে স্মরণীয় করে রেখেছেন নিজের বিদায়ী ম্যাচ। অ্যাটলেটিকো মাদ্রিদকে দ্বিতীয়বারের মতো বিদায় বললেন ৩৫ বছর বয়সে এসে।

    অ্যাটলেটিকো মাদ্রিদের ইতিহাসে সবচেয়ে তরুণ খেলোয়াড় হিসেবে মাত্র ১৯ বছর বয়সে অধিনায়ক হয়েছিলেন ফার্নান্দো তোরেস। এরপর ২০০৭ সালে শৈশবের ক্লাব ছেড়ে পাড়ি জমিয়েছিলেন লিভারপুলে। এরপর চেলসি, এসি মিলান ঘুরে ২০১৫ সালে আবার ফেরেন অ্যাটলেটিকোতে। মাস খানেক আগে দ্বিতীয়বারের মতো অ্যাটলেটিকো ছাড়ার ঘোষণা দিয়েছিলেন তোরেস। অনেক ক্লাবে খেললেও 'ঘর' তার একটাই বলে জানিয়েছিলেন তখন। 
     হাতে।

     

     

    আজ এইবারের বিপক্ষে ঘরের মাঠে শেষ ম্যাচে নেমেছিলেন অধিনায়কের বাহুবন্ধনী হাতে দিয়ে। ৩৫ মিনিটে পিহচিয়ে পড়ার পর দলের হালও ধরেছিলেন। প্রথমার্ধের আগেই দলকে সমতায় ফেরান তোরেস। এরপর ৬০ মিনিটে এইবার গোলরক্ষকের সঙ্গে ওয়ান অন ওয়ানে নিজের সিগ্নেচার ফিনিশে করেন দ্বিতীয় গোল। তোরেসের বিদায়ী ম্যাচটা অবশ্য শেষ পর্যন্ত জেতা হয়নি অ্যাটলেটিকোর। ৬৩ মিনিটে লুকাস হার্নান্দেজ লাল কার্ড দেখে মাঠ ছাড়লে ১০ জনের দলে পরিণত হয় ডিয়েগো সিমিওনের দল। পরে সমতায়ও ফেরে এইবার।

    ১০ বছর বয়সে অ্যাটলেটিকোতে এসেছিলেন তোরেস। সিনিয়র দলে তোরেসের শুরুটা হয়েছিল ১৭ বছর বয়সে। তখন অ্যাটলেটিকো সেকেন্ড ডিভিশনের দল। অ্যাটলেটিকোর হয়ে তোরেসের প্রথম গোলও সেকেন্ড ডিভিশনে। ৬১৯৫ দিন পর সেই জার্সিতে করলেন ১২৮ আর ১২৯ তম গোল। মাত্র কয়েকদিন আগেই ইউরোপা লিগ জিতে শৈশবের ক্লাবের হয়ে শিরোপা খরা কাটিয়েছেন তোরেস।