"রোনালদোর চেয়ে রিয়াল মাদ্রিদ বড়"
গত ৯ বছর ফুটবল বিশ্ব দেখেছে মেসি-রোনালদো লড়াই। লা লিগার সেরা আকর্ষণ এল ক্লাসিকো যেন আরও আকর্ষণীয় হয়ে উঠেছিল দুজনের উপস্থিতিতে। কালই রিয়াল ছেড়ে জুভেন্টাসে যাওয়ার ঘোষণা দিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। অনেকের ধারণা, রোনালদোর বিদায়ে রঙ হারাবে লা লিগা। তবে লা লিগা প্রেসিডেন্ট হাভিয়ের তেবাস বলছেন, রোনালদোর চেয়ে রিয়াল মাদ্রিদ বড়, রোনালদোর যাওয়াতে লা লিগার কোনো ক্ষতি হবে না।
লা লিগার জৌলুশ শুধু রোনালদোর ওপরই নির্ভর করে না, বলছেন তেবাস, ‘তার দলবদল লা লিগার ওপরে তেমন প্রভাব ফেলবে না। আগে যদি আমি ব্যাপারটা নিয়ে ৯০ ভাগ চিন্তা করতাম, এখন সেটা ৪০ ভাগে নেমে এসেছে। লা লিগা আর আগের মতো নেই। আমরা দলবদলের এসব ব্যাপারের ওপর নির্ভর করি না। এই লিগ যেকোনো ফুটবলারের চেয়ে বড়, ঠিক যেমন রিয়াল রোনালদোর চেয়ে বড়।’
রোনালদো না থাকলেও লা লিগার প্রতি মিডিয়ার আকর্ষণ বিন্দুমাত্র কমবে না বলেই বিশ্বাস তেবাসের, ‘আন্তর্জাতিক বাজারে এটা খুব একটা বড় বিষয় না। প্রিমিয়ার লিগে তো টিভি সত্ত্বে অনেক বেশি টাকা আসে, সেখানে তো সেরা ক্লাব কিংবা সেরা ফুটবলার নেই। কেউ আমাদের বলেনি যে মেসি-রোনালদো না থাকলে টাকা কমে যাবে। রোনালদো যাবেন, আরেকজন আসবেন। এটাই ফুটবলের নিয়ম। সব চুক্তি এভাবেই করা হয়ে থাকে।’
শেষ পর্যন্ত রোনালদোর না থাকা কতটুক প্রভাব ফেলে লা লিগায়, সেটা সময়ই বলে দেবে।