• লা লিগা
  • " />

     

    রোনালদোর জুভেন্টাসে যাওয়ার খবরে ধর্মঘট ফিয়াট শ্রমিকদের

    রোনালদোর জুভেন্টাসে যাওয়ার খবরে ধর্মঘট ফিয়াট শ্রমিকদের    

    ১০০ মিলিয়ন ইউরোতে ক্রিশ্চিয়ানোর রোনালদোর রিয়াল মাদ্রিদ থেকে জুভেন্টাসে যাওয়ার খবরে ফিয়াট শ্রমিকরা ধর্মঘটে নেমেছেন বলে ঘোষণা দিয়েছে একটি ইতালিয়ান ট্রেড ইউনিয়ন, এমনটি বলছে ইএসপিএন। 

    মঙ্গলবার রিয়াল মাদ্রিদ নিশ্চিত করেছে, রোনালদো জুভেন্টাসে যোগ দিচ্ছেন। রোনালদোর এই ট্রান্সফারের খবর প্রথম আসার পরই ফিয়াট-কর্মীরা এমন পদক্ষেপ নেওয়ার হুমকি দিয়েছিলেন মালিকপক্ষের বিরুদ্ধে। ফিয়াট গাড়ি প্রস্তুতকারী সংস্থা, ফেরারি তাদেরই ব্র্যান্ড। এ কোম্পানির ২৯.১ শতাংশ মালিকানা অ্যাগনেলাই পরিবারের, যারা আবার জুভেন্টাসের ৬৩.৭৭ শতাংশেরও মালিক। 

    অনেকদিন ধরে অনেক আর্থিক সুবিধা ‘ত্যাগ’ করার পরও এতো দাম দিয়ে একজন ফুটবলার কেনাটাই মানতে পারছেন না শ্রমিকরা। ইউনিয়ন সিনডিসেল ডি বেসের এক বিবৃতিতে বলা হয়েছে, এই ধর্মঘট ১৫ জুলাই সন্ধ্যা থেকে ১৭ জুলাই সকাল পর্যন্ত চলবে। 

     

     

    “এতো বছর ধরে এফসিএ (ফিয়াট ক্রাইলার অটোমোবাইলস) ও সিএনএইচআই (কেস অ্যান্ড নিউ হল্যান্ড ইনডাস্ট্রিয়াল) শ্রমিকদের আর্থিক দিক দিয়ে বিশাল ত্যাগ করতে বলে আসছে, অথচ এখন কোম্পানি শত মিলিয়ন ইউরো ব্যবহার করছে একজন ফুটবলার কিনতে, যা অগ্রহণযোগ্য”, বলা হয়েছে বিবৃতিতে। 

    “আমাদেরকে বলা হয়েছে, সময় কঠিন যাচ্ছে, একটা নতুন মডেলের অপেক্ষায় আমাদেরকে একটা নিরাপত্তার চাদরে মুড়ে রাখা হচ্ছে। অথচ সেই মডেলটা কখনোই আসে না।” 

    “যখন শ্রমিক ও তাদের পরিবাররা আরও আঁটসাঁট হয়ে পড়ছে, কোম্পানি তখন মানবসম্পদের পেছনে এতো এতো অর্থ ব্যয় করছে। এটা কি ঠিক? এটা কি ঠিক, একজন ব্যক্তির উপার্জন যখন মিলিয়ন ছাড়িয়ে যায়, তখন হাজার হাজার পরিবার মাসের অর্ধেকই পার করতে পারে না?” 

    “আমরা একই মালিকের নিযুক্ত, কিন্তু এই কঠিন সামাজিক মুহুর্তে এই অসম নীতি অবলম্বন করাটা মানা যায় না, মানা হবেও না।”