• রাশিয়া বিশ্বকাপ ২০১৮
  • " />

     

    দেশে ফিরে লাখো সমর্থকের ভালবাসায় সিক্ত ফ্রান্স-ক্রোয়েশিয়া

    দেশে ফিরে লাখো সমর্থকের ভালবাসায় সিক্ত ফ্রান্স-ক্রোয়েশিয়া    

    ২০ বছর বিশ্বচ্যাম্পিয়ন হয়েছে ফ্রান্স। লুঝনিকির ফাইনালে শেষ বাঁশি বাজার পর থেকেই বাঁধভাঙ্গা উল্লাসে মেতেছেন ফরাসিরা। হুগো লরিসদের বরণ করে নেওয়ার জন্য প্রস্তুতি চলছিল পুরো প্যারিসজুড়েই। বিশ্বকাপ শেষে দেশে ফেরার পর বীরের মতো বরণ করে নেওয়া হয়েছে ফ্রান্স ফুটবল দলকে। অন্যদিকে শিরোপাবঞ্চিত হলেও প্রায় ৫ লাখ ক্রোয়েশিয়ান বরণ করে নিয়েছেন মদ্রিচ-রাকিটিচদের।

    বিশ্বকাপ ফাইনালের একদিন পড়েই ঘরে ফিরেছেন পগবা-এমবাপ্পেরা। বিমানবন্দর থেকে নামার পর বিশাল বাসে করে পুরো প্যারিস ঘুরেছে ফ্রান্স দল। রাস্তার দুই পাশে থাকা হাজারো মানুষ নেচে গেয়ে উদযাপন করেছে দলের এই সাফল্য। ফাইনাল জেতার পর ফ্রান্সজুড়ে চলা সংঘর্ষের পর কিছুটা সতর্ক ছিল নিরাপত্তাকর্মীরা, তাই ফুটবলারদের বাসের আশেপাশে সবসময়ই ছিল পুলিশী পাহারা।

     

     

    রাশিয়ায় ফাইনাল দেখতে উপস্থিত ছিলেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাকরন। ফ্রান্স দল ঘরে ফেরার পর নিজের অফিসে বিশেষ সংবর্ধনাও দিয়েছেন। এই সাফল্যে অন্যদের মতো গর্বিত ম্যাকরনও, ‘এই ফ্রান্স দল আমাদের সবাইকে গর্ব করার মতো সাফল্য এনে দিয়েছে। ফ্রান্সের ছোট বড় সব ক্লাবকে ধন্যবাদ জানাতে চাই। আমাদের ভুলে গেলে চলবে না এসব ক্লাবই সবার শিকড় ছিল। বিশ্বকাপ জয়ে তাদের অবদানও অনেক।’

     

     

    বিশ্বকাপ না জিতলেও ক্রোয়েশিয়ার মানুষের কাছে মদ্রিচ-রাকিটিচরা পেয়েছেন বিশ্বজয়ী দলের সম্মান। দেশটির জনসংখ্যার প্রায় ১০ ভাগ মানুষ জাগ্রেবের রাস্তায় নেমে এসেছিল ক্রোয়েশিয়া দলকে বরণ করে নিতে। ৫ লাখের মানুষের ঢল নামায় হিমশিম খেতে হয়েছে জাগ্রেবের পুলিশকে। তবে কোথাও কোনও বিশৃঙ্খলা ঘটেনি। সমর্থকদের সাথে ছবি তুলে, গানে গলা মিলিয়েই ক্রোয়াটরা দেশে ফেরাটা স্মরণীয় করে রাখলেন।