৭ বছর পর আইসল্যান্ডকে বিদায় বললেন হ্যালগ্রিমসন
বিশ্বকাপ শেষ হয়েছে। আইসল্যান্ড বাদ পড়েছে গ্রুপপর্ব থেকেই। কিন্তু আইসল্যান্ডকে নিশ্চয়ই ভুলে যাননি এরই মধ্যে? দুই বছর আগে প্রথমবার ইউরো খেলতে গিয়ে কোয়ার্টার ফাইনালে চলে যাওয়া, এরপর রূপকথার জন্ম দিয়ে ইতিহাসের সবচেয়ে ছোট দেশ হিসেবে বিশ্বকাপে আসা, তারপর প্রথম ম্যাচেই আর্জেন্টিনাকে আটকে দেওয়া- আইসল্যান্ডকে আলাদা করে মনে রাখতে হয় না। আইসল্যান্ড মনে জায়গা করে নেয়। আইসল্যান্ড অভাবনীয় সাফল্য যার হাত ধরে সেই হেইমির হ্যালগ্রিমসন ৭ বছর পর সরে দাঁড়িয়েছেন কোচের পদ থেকে।
হ্যালগ্রিমসনের কথা অবশ্য ভোলার কথা নয়। পেশায় ডেন্টিস্ট, পরে হয়েছেন জাতীয় দলের কোচ।শুরুতে দুটোই করতেন, পরে ডেন্টিস্টের পেশা ছেড়েছিলেন। এবার জাতীয় দলের দায়িত্বটাও ছাড়লেন হ্যালগ্রিমসন।
২০১১ সালে প্রথমে আইসল্যান্ডের সহকারী কোচ হিসেবে শুরু করেছিলেন। এরপর ২০১৩ তে প্রধান কোচের দায়িত্ব পান। তখন তার সঙ্গে আরও একজন হেড কোচ ছিল আইসল্যান্ডের। ২০১৬ ইউরো শেষে লার্স ল্যাগারব্যাক সরে দাঁড়ানোর পর থেকেই হ্যালগ্রিমসন একাই ছিলেন দলের কোচ। তার অধীনেই ইতিহাসের প্রথম বিশ্বকাপে খেলতে এসেছিল আইসল্যান্ড।