• আন্তর্জাতিক ফুটবল
  • " />

     

    স্পেনের 'স্টাইলটা' ধরে রাখতে চান এনরিকেও

    স্পেনের 'স্টাইলটা' ধরে রাখতে চান এনরিকেও    

    বিশ্বকাপের একদিন আগে হুলেন লোপেতেগিকে ছাঁটাইয়ের পর ফার্নান্দো হিয়েরো পেয়েছিলেন দলের দায়িত্ব, বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ড থেকে স্পেনের বিদায়ের পর তিনিও বিদায় নিয়েছেন। পরে লুইস এনরিকে পেয়েছেন দায়িত্ব। স্পেন কোচের দায়িত্ব নেওয়ার পর প্রথম আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন, এনরিকে সেখানে কথা বলেছেন নিজের চিন্তা-চেতনা নিয়ে। পরপর ৩ টুর্নামেন্টে আশানুরুপ ফলের দেখা না পাওয়ায় স্পেনের খেলার ধরন নিয়েই প্রশ্ন উঠেছিল। কিন্তু এনরিকেও স্পেনের গতানুগতিক পজেশন নির্ভর টিকিটাকা বদলানোর পক্ষে না। বরং খেলার ধরন না বদলে নিজেদের ধরনটাই আরও বিকশিত করতে চান স্পেনের নতুন কোচ।

    "আমার পরিকল্পনায় কোণো বিপ্লব নেই। বরং আমাদের নিজেদের ধরনটাই ধরে রাখতে হবে, সেটাকেই আরও বিকশিত করতে হবে। আমাদের আরও পরীক্ষা নিরীক্ষা দরকার, দলের জন্য। কিন্তু আমরা আমাদের স্টাইলটাই ধরে রাখব।"

    "বেশ ভালো একটা দল আছে আমাদের। সম্ভাবনাময় খেলোয়াড়েরাও উঠে আসছে। আমাদের জাতীয় দলের ভালো ফুটবল খেলার যোগ্যতা আছে। অবশ্যই আমাদের বিকশিত হতে হবে।"



    শুরুতেই আগের দুই কোচ লোপেতেগি আর হিয়েরোকে ধন্যবাদ জানিয়েছিলেন এনরিকে। এরপর বলেছেন দুই বছরের ভেতরই শিরোপা জিততে চান স্পেনের হয়ে, "আমি জাতীয় দলের হয়ে খেলেছি। আমি জানি এই পদ কতোটা গুরুত্বপূর্ণ। নতুন চ্যালেঞ্জ নিতে আমি মুখিয়ে আছি। শেষ ৩ টুর্নামেন্টে আমরা কিছু জিততে পারিনি। আমি চেষ্টা করতেই এসেছি। উন্নতি করতে চাই, নিজের সেরাটাই দিতে চাই। আম্রয়া প্রতিদ্বন্দ্বীতা করতে চাই, যাতে আগামী দুই বছরের মধ্যে আমরা শিরোপা জিততে পারি।

     
    ৩ বছরে বার্সেলোনাকে ৯ শিরোপা জেতানোর পর প্রায় বছর খানেক বিশ্রামেই ছিলেন এনরিকে। বার্সেলোনার সাবেক শিষ্য জেরার্ড পিকে গেল বিশ্বকাপ দিয়েই জাতীয় দলকে বিদায় বলেছেন। তার সিদ্ধান্ত বদলাতে এনরিকে ভূমিকা রাখবেন কি না এমন প্রশ্নের জবাবে বলেছেন, "আমি এখনও খেলোয়াড়দের সঙ্গে কথা বলিনি। তবে সে আরও দুই বছর আগেই নিজের সিদ্ধান্ত জানিয়ে রেখেছিল। আমার মনে হয় সেটার প্রতি সম্মান করা উচিত।"

    সেপ্টেম্বরে লিগ অফ নেশনসে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে এনরিকের স্পেন অধ্যায়।