• আন্তর্জাতিক ফুটবল
  • " />

     

    নতুন কোচ নিয়ে এখনই ভাবছে না আর্জেন্টিনা

    নতুন কোচ নিয়ে এখনই ভাবছে না আর্জেন্টিনা    

    হোর্হে সাম্পাওলিকে বিদায় করার পর আর্জেন্টিনার কোচের পদ এখন শূন্য। নতুন আর্জেন্টাইন কোচ কে হবে তা নিয়ে শুধু গুজবই ছড়াচ্ছে। সেই তালিকায় আছেন হোসে পেকারম্যান, রিকার্ডো গারেচা, আলমিরন, মার্সেলো গ্যালার্দোরা। তবে এখনই কোনো কিছুই নিশ্চিত নয়। আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন এক বিবৃতি দিয়েই জানিয়েছে, তারা এখনই নতুন কোচ নিয়োগের ব্যাপারে কিছু ভাবেনি।

    তবে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন ভাইস প্রেসিডেন্ট ড্যানিয়েল অ্যাঞ্জেলেকির কথায় কিছুটা আভাস পাওয়া গেছে নতুন কোচের নাম সম্পর্কে। তাছাড়াও আর্জেন্টাইন সংবাদমাধ্যমের দেওয়া খবর অনুযায়ী সবচেয়ে বেশি শোনা যাচ্ছে হোসে পেকারম্যানের নাম। কলম্বিয়ার সঙ্গে তার মেয়াদ ফুরোবে আগামী মাসেই। অ্যাঞ্জেলেকির পছন্দের তালিকায় পেকারম্যানের সঙ্গে আছেন সাবেক আরেক আর্জেন্টিনা কোচও। ২০১৪ বিশ্বকাপে দলকে ফাইনালে নিয়ে যাওয়া আলেহান্দ্রো সাবেয়াকেও তিনি রাখছেন সম্ভাব্য কোচের তালিকায়। 

    "আমি পেকারম্যানকে পছন্দ করি। তার সিভিটাই আর্জেন্টিনার কোচের পদের জন্য যোগ্য। তবে আমার সাবেয়াকেও ভালো লাগে। তারা দুইজনই এই পদে ছিল, আর তারা দেখিয়েছে তারা এই কাজের জন্য যোগ্য ছিল।" - ওলেকে দেওয়া এক সাক্ষাতকারে বলেছেন এফএর ভাইস প্রেসিডেন্ট। তবে সবকিছুর আগে নিজেদের ভুল খুঁজে বের করার দিকেই মন দিচ্ছে আর্জেন্টিনা, অ্যাঞ্জেলেকি বলছেন কোচ বাছাইয়ের আগে আরও কাজ আছে তাদের, "এসব কিছুর আগে আমাদের একটু সময় দরকার। আগে নিজেদের যাচাই করতে হবে। শেষ ১০ বছরে কোথায় আমরা ভুল করেছি সেসব নিয়ে ভাবতে হবে।"