"এমএস কোথাও যাচ্ছে না"
শেষ ওয়ানডের পর ম্যাচ আম্পায়ার ব্রুস অক্সেনফোর্ড ও মাইকেল গফের কাছ থেকে বলটা চেয়ে নিয়েছিলেন মাহেন্দ্র সিং ধোনি। এরপর টুইটারে ভাইরাল হয়ে গেছে সেই ভিডিওটাই, ম্যাচ হেরেও আম্পায়ারের কাছ থেকে বল চেয়ে নেওয়াটা কি তবে ধোনির অবসরের ইঙ্গিত? টেস্টের মতো ওয়ানডেকেও শেষ বলে ফেলছেন তিনি?
তবে সব গুজব, ধারণাকে উড়িয়ে দিয়েছেন ভারতের কোচ রবি শাস্ত্রী। টাইমস অফ ইন্ডিয়াকে তিনি বলেছেন, কন্ডিশন বুঝাতে বোলিং কোচকে বলটা দেখাতে চেয়েছিলেন বলেই সেটা আম্পায়ারদের কাছ থেকে নিয়েছিলেন ধোনি।
“এমএস ভারত অরুণকে বলটা দেখাতে চেয়েছিল। বলটা যেভাবে ছিঁড়ে-ছুঁটে গেছে, কন্ডিশন কেমন ছিল সেটা বুঝাতেই সে দেখাতে চেয়েছিল বলটা”, বলেছেন শাস্ত্রি।
ধোনির অবসরের সম্ভাবনাকেও উড়িয়ে দিয়েছেন তিনি, “এসব বাজে কথা। এমএস কোথাও যাচ্ছে না।”
লর্ডসে ধোনির ৫৯ বলে ৩৭ রানের ইনিংসের পরও হয়েছে বেশ সমালোচনা, তবে কি ফুরিয়ে গেছেন ফিনিশার ধোনি? অধিনায়ক বিরাট কোহলি অবশ্য আস্থা রেখেছেন তার পূর্বসূরির ওপরই, “যখন সে ভাল খেলে, লোকে তাকে বিশ্বের সেরা ফিনিশার বানিয়ে দেয়। আর যখন খারাপ খেলে, তখন সবাই তার ওপর হামলে পড়ে। লোকে অল্পেই শেষ দেখে ফেলতে পারে, আমরা দেখি না।”
কোহলির কথার সঙ্গে সুর মিলিয়েছেন শাস্ত্রিও। তার মতে, সমালোচনা এলে ধোনি সেটা শুনবেন, তবে তার মানে এই নয় যে তার গুরুত্ব কমে গেছে দলের কাছে।