উঠে গেছে মিলানের নিষেধাজ্ঞা
![উঠে গেছে মিলানের নিষেধাজ্ঞা](https://pavilion.com.bd/pavupload/post/9804/thumbnail/12206-1532177311329-ss.jpg)
ফেয়ার প্লে নিয়ম ভঙ্গ করায় এক বছরের জন্য ইউরোপিয়ান প্রতিযোগিতায় অংশগ্রহণ থেকে এসি মিলানকে নিষেধাজ্ঞা আরোপ করেছিল ইউয়েফা। সেই আদেশ মিলানের আপিলের পর উঠে গেছে। ইউরোপে খেলতে আর কোনো বাধা নেই ইতালির ক্লাবটির।
নিষেধাজ্ঞা জারির পর পরই কোর্ট অফ আর্টিবিট্রেশনের কাছে আপিল করেছিল মিলান। শনিবার সেই আপিলের রায় দেওয়া হয়েছে। তাতে বলা হয়েছে, "ইউইয়েফার দেওয়া সিদ্ধান্ত সঠিকই ছিল। কিন্তু যখন ওই সিদ্ধান্ত নেওয়ার সময় কিছু বিষয় মূল্যায়নের বাইরে পড়ে গিয়েছিল, অথবা পরিস্থিতির কারণে সেগুলো আমলে নেওয়া যায়নি।" রায়ে আরও বলা হয়েছে এখন ক্লাবের আর্থিক অবস্থা আগের চেয়ে ভালো।
গতবার সিরি আতে ষষ্ঠ হওয়ায় এবার ইউরোপা লিগে খেলার সুযোগ পেয়েছে এসি মিলান।