ওজিলের দাবি প্রত্যাখ্যান জার্মান ফুটবলের
বর্ণবাদী আচরণের দায় এনে মেসুত ওজিল জার্মানির জার্সি খুলে রাখার সিদ্ধান্ত নিয়েছেন। লম্বা বিবৃতিতে জার্মান ফুবটল অ্যাসোসিয়েশনের প্রধানকেও দোষারোপ করেছিলেন ওজিল। ২৯ বছর বয়সী বিশ্বকাপ জয়ী মিডফিল্ডারকে হারিয়ে দুঃখ প্রকাশই করেছে ডিএফবি, তবে বর্ণবাদের অভিযোগের সঙ্গে সম্পৃক্ত থাকার সম্ভাবনাকে কঠোরভাবে নাকচ করে দিয়েছে তারা।
সোমবার দেওয়া বিবৃতিতে ডিএফবি জানিয়েছে, "জাতীয় দল থেকে তার বিদায়ে আমাদের দুঃখ হচ্ছে। সে জার্মানির জার্সি গায়ে অসাধারণ খেলেছে, আমরা তার কাছে কৃতজ্ঞ।"
"কিন্তু আমরা কঠোরভাবে বর্ণবাদের অভিযোগ নাকচ করতে চাই। মৌলিকভাবে আমাদের দূত, ক্লাব, খেলোয়াড় ও স্বেচ্ছাসেবকরা কেউই বর্ণবাদের সঙ্গে জড়িত নয়।"
"বর্ণবৈচিত্র আমাদের শক্তি। সেটা শুধুমাত্র ফুটবলেই নয়, সব কিছুতেই। একারণেই ইন্টিগ্রেশন আমাদের সব পর্যায়ে সবচেয়ে বেশি গুরুত্ব পায়। অপেশাদার স্তর থেকে জাতীয় দল পর্যন্ত, নারী-পুরুষ সব ফুটবলার, তারা যে দেশ থেকেই আসুক- তারা জার্মানির খেলোয়াড়।"
"তুর্কি প্রেসিডেন্ট রেসেপ তাইপ এর্দোয়ানের সঙ্গে ওজিলের ছবি নিয়ে তাই জার্মান মানুষের মনে প্রশ্ন জেগেছিল। আমরা আত্মসমালোচনাকে ভয় করি না। আমরা জানাতে চাই, ওই ব্যাপার নিয়ে আমরাও ওজিলের সঙ্গে আলোচনা করেছি। কিন্তু দুঃখজনকভাবে ওজিলের কাছে মনে হয়েছে আমরা তাকে এই পরিস্থিতিতে রক্ষা করতে পারিনি। ইলকে গুন্ডোয়ানের অতো ওজিলেরও ওই ছবি নিয়ে জবাব দেওয়ার কথা ছিল। এটার সঙ্গে রাশিয়ায় দলের ফলের কোনো সম্পর্ক নেই। এখানে আমরা একসঙ্গে জিতি, আর একসঙ্গে হারি। ডিএফবি খুশি হত যদি ওজিল দলের সঙ্গেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নিত। কিন্তু সে অন্যরকম চিন্তা করেছে। আমরা সেটা সম্মান করি।"