• রাশিয়া বিশ্বকাপ ২০১৮
  • " />

     

    পাভাডের ওই গোলই বিশ্বকাপের সেরা

    পাভাডের ওই গোলই বিশ্বকাপের সেরা    

    মনে রাখার মতো গোল হয়েছে অনেকগুলোই। মেসির নাইজেরিয়ার সঙ্গে ওই গোল, বা ফ্রান্সের সঙ্গে ডি মারিয়ার, রোনালদোর ফ্রিকিক বা নাচোর ওই দুর্দান্ত শট, কারেসমার ট্রিভেলা, চেরিশেভের শট, আর্জেন্টিনার সঙ্গে মদ্রিচের শট... এবারের বিশ্বকাপ দেখেছে অনেক মনে রাখার মতো গোল। তবে ফিফার দর্শকের ভোটে সেরা গোল নির্বাচিত হয়েছে দ্বিতীয় রাউন্ডে আর্জেন্টিনার বিপক্ষে ফ্রেঞ্চ রাইটব্যাক বেঞ্জামিন পাভাডের গোলটাই।

     

    পাভাডের ওই গোলেই আর্জেন্টিনার সঙ্গে সমতা ফিরিয়েছিল ফ্রান্স। শেষ পর্যন্ত ম্যাচটা জিতেছিল ৪-৩ গোলে। ২০০৬ বিশ্বকাপ গোল অব দ্য টুর্নামেন্ট চালু হওয়ার পর এবারই প্রথম ইউরোপের কেউ পেলেন এই পুরস্কার। ২০০৬ বিশ্বকাপে প্রথম সেটি জিতেছিলেন আর্জেন্টিনার ম্যাক্সি রদ্রিগেজ, ২০১০ আসরে উরুগুয়ের ডিয়েগো ফোরলান সেটি জিতেছিলেন। আর গত বার দুর্দান্ত ভলির জন্য কলম্বিয়ার হামেস রদ্রিগেজ পেয়েছিলেন ওই পুরস্কার।

    পাভাডের গোলের পর দ্বিতীয় সেরা হয়েছে জাপানের সঙ্গে কলম্বিয়ার হুয়ান কিন্তেরোর দুর্দান্ত ফ্রিকিকটি। আর আর্জেন্টিনার সঙ্গে মদ্রিচের শট হয়েছে তৃতীয় সেরা।