বার্সার ছেলেরা বিজনেস ক্লাসে, মেয়েরা ইকোনমিতে
এক দিক দিয়ে সফরটা ঐতিহাসিকই ছিল। বার্সেলোনার ইতিহাসে এই প্রথম ছেলে আর মেয়েদের ফুটবল দল প্রাক মৌসুম প্রস্তুতিতে একসঙ্গে যাচ্ছে যুক্তরাষ্ট্রে। কিন্তু বিমানে যা হলো, তাতে বার্সেলোনার ‘মোর দ্যান এ ক্লাব’ ভাবমূর্তিটা প্রশ্নের মুখে। ছেলেদের বিজনেস ক্লাসে নিয়ে যাওয়া হলেও মেয়েদের যে নিয়ে যাওয়া হয়েছে ইকোনমি ক্লাসে!
বিমানে ওঠার আগে ছেলে ও মেয়েদের একসঙ্গে একটা প্রোমো ভিডিও দেখিয়েছে বার্সা। কিন্তু বিমানে ওঠার পর সেই ভিডিওতে কোনো মেয়েদের অস্তিত্ব নেই, শুধুই ছেলেরা। বার্সার মেয়েরা নিজেদের ইনস্টাগ্রামে আলাদা করে ছবি-ভিডিও দিয়েছে। সেখানে দেখা গেছে, তারা ইকোনমি ক্লাসেই ছিল।
প্রশ্ন উঠেছে, ছেলেদের স্কোয়াডে বি দলের অনেক সদস্য থাকার পরও তারা বিজনেস ক্লাসে রইলেন। কিন্তু মেয়েদের দলে সিনিয়র অনেক খেলোয়াড় থাকার পরও তাদের বিজনেস ক্লাবে পাঠানো হলো কেন? বার্সেলোনা ওমেন নামে বার্সার মেয়েদের ফুটবল দলের সমর্থকেরা এই প্রশ্নটাই তুলেছে। তাদের প্রশ্ন, চাইলে ছেলে ও মেয়েদের সিনিয়রদের বিজনেস ক্লাসে দিয়ে আসনবিন্যাস করা যেত।
তবে বার্সার মেয়ে ফুটবলাররা ক্লাবের সিদ্ধান্ত সমর্থন করছেন। অ্যালেক্সিয়া পুতেলাস স্প্যানিশ দৈনিক এল মুন্দোকে বলেছেন, শেষ মুহুর্তে মেয়েদের এই সফরে যোগ করায় এই সমস্যা হয়েছে। সেজন্য বিজনেস ক্লাসেও জায়গা পাওয়া যায়নি। আর ইকোনমি ক্লাসেও মেয়েদের সুবিধার জন্য প্রতিজনকে দুই তিনটি করে সিট দেওয়া হয়েছে।
যুক্তরাষ্ট্র পৌঁছে পোর্টল্যান্ডে ছেলে ও মেয়েরা একসঙ্গেই অনুশীলন করেছে। এরপর সেখান থেকে তারা উড়ে যাবে লস অ্যাঞ্জেলসে। বার্সা নিশ্চিত করেছে, সেখানে ছেলে ও মেয়েদের সবার জন্য বিজনেস ক্লাসে টিকিট করা হয়েছে। টটেনহামের সঙ্গে ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নস কাপের ম্যাচ দিয়ে শুরু হবে ছেলেদের সফর। আর ওমেন্স প্রিমিয়ার সকার লিগে সোক্যাল এফসির সঙ্গে ম্যাচ দিয়ে শুরু হবে মেয়েদের যুক্তরাষ্ট্র সফর।