১৮ বছর পর রিয়ালে নেই কোনো ব্যালন ডি অর জয়ী
রিয়াল মাদ্রিদ সমর্থকদের হৃদয় ভেঙে জুভেন্টাসে পাড়ি জমিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। রোনালদোর এই চলে যাওয়ায় হাতছাড়া হয়েছে রিয়ালের বহু পুরনো এক রেকর্ড। এই মৌসুমে দীর্ঘ ১৮ বছর পর রিয়ালের স্কোয়াডে থাকবেন না কোনো ব্যালন ডি অর জেতা কোনো ফুটবলার।
একটা সময় রিয়ালে ছিল না ব্যালন ডি অর জয়ী কোনো ফুটবলার। এরপর এলেন আলফ্রেড ডি স্টেফানো। তবে ১৯৬৪ স্টেফানোর চলে যাওয়ার পর আবারও সেই শূন্যতা। দীর্ঘ ৩৬ বছর পর রিয়ালের সেই শূন্যতা কাটে ২০০০ সালে লুইস ফিগোর ব্যালন ডি অর জেতায়।
এরপর পেরিয়ে গেছে ১৮ বছর। রিয়ালের হয়ে সব মিলিয়ে ব্যালন ডি অর জিতেছেন ৭ জন ফুটবলার। এছাড়া প্রতি মৌসুমেই রিয়ালের স্কোয়াডে অন্তত একজন হলেও ছিলেন ব্যালন ডি অর জয়ী। ২০০০-০১ মৌসুমে ফিগো, ২০০১-০২ ও ২০০৩-০৪ এ ফিগো, জিদান, রোনালদো; ২০০৪-০৫ এ জিদান, রোনালদো, মাইকেল ওয়েন, ২০০৫-০৬ এ জিদান, রোনালদো, ২০০৬-০৭, ২০০৮-০৯ এ ফ্যাবিও ক্যানাভারো এবং ২০০৯-১০, ২০১০-১১, ২০১২-১৩ এ ব্যালন ডি জয়ী ফুটবলার হিসেবে রিয়ালে খেলেছেন কাকা, ক্রিশ্চিয়ানো রোনালদো।
এরপর ২০১২৩ থেকে ২০১৮ পর্যন্ত রোনালদো ছিলেন রিয়াল স্কোয়াডের একমাত্র ব্যালন ডি অর জয়ী ফুটবলার। এই মৌসুমে জুভেন্টাসে যাওয়ায় রিয়ালে ব্যালন ডি অর জয়ী একজনও ফুটবলার থাকলেন না।