• লা লিগা
  • " />

     

    হ্যাজার্ড নয়, ইস্কোকে ঘিরেই রিয়ালের পরিকল্পনা

    হ্যাজার্ড নয়, ইস্কোকে ঘিরেই রিয়ালের পরিকল্পনা    

    রাশিয়া বিশ্বকাপে তার দুর্দান্ত পারফরম্যান্সেই তৃতীয় হয়েছিল বেলজিয়াম। মাঝমাঠে অধিনায়ক এডেন হ্যাজার্ড জাদুকরী ফুটবল খেলে মুগ্ধ করেছেন সবাইকে। বিশ্বকাপ শেষ হওয়ার পর থেকেই গুঞ্জন উঠেছিল, আগামী মৌসুমে চেলসি ছেড়ে রিয়াল মাদ্রিদে যোগ দিচ্ছেন হ্যাজার্ড। তবে এখন শোনা যাচ্ছে, হ্যাজার্ডকে কিছুতেই বিক্রি করবে না চেলসি, রিয়ালও নাকি তাই তাকে কেনার আশা ছেড়েই দিয়েছে। 

    ক্রিশ্চিয়ানো রোনালদোর জুভেন্টাসে যাওয়ার পর থেকেই তার শূন্যস্থান পূরণের কথা ভাবছে রিয়াল। নেইয়াম, এমবাপ্পে, হ্যাজার্ডদের কেনার কথা শোনা গেলেও চেলসির হ্যাজার্ডকেই দেখা যেতে পারে রিয়ালের জার্সিতে, এমনটা ভেবেছিলেন সবাই। ২৭ বছর বয়সী হ্যাজার্ডকে কেনার জন্য চেলসিকে ১৫০ মিলিয়ন পাউন্ড পর্যন্ত দিতে রাজি রিয়াল, স্প্যানিশ ও ইংলিশ সংবাদমাধ্যমও বলেছিল এমনটাই। 

    কিন্তু হ্যাজার্ডকে চেলসিতে রাখতে বদ্ধ পরিকর ক্লাব কর্তৃপক্ষ। কিছুদিন আগেই দায়িত্ব নেওয়া কোচ মাউরিজিও সারি নতুন মৌসুমকে সামনে রেখে হ্যাজার্ডকে অধিনায়ক ঘোষণা করতে পারেন খুব দ্রুতই। এছাড়াও ২০১২ সালে চেলসিকে যোগ দেওয়া হ্যাজার্ডের সাথে চুক্তি নবায়নের চেষ্টাও চালিয়ে যাচ্ছে ক্লাবটি।  

    এদিকে হ্যাজার্ডকে না কিনতে পারলেও হতাশ হচ্ছে না রিয়াল। জিদানের স্কোয়াডে বেশিরভাগ সময় বেঞ্চে কাটানো ইস্কোর প্রতিই নাকি এখন নতুন কারো চেয়ে বেশি আস্থা রাখছেন নতুন কোচ হুলেন লোপেতেগি। স্পেন জাতীয় দলে লোপেতেগির অধীনে প্রথম একাদশে নিয়মিতই খেলেছেন ইস্কো। এখন রিয়ালের কোচ হওয়া লোপেতেগির অধীনে জাতীয় দলের মতো একাদশে জায়গা পাওয়ার ব্যাপারেও আশাবাদী তিনি।