• লা লিগা
  • " />

     

    আর্থারের মাঝে জাভির ছায়া দেখছেন রাফিনহা

    আর্থারের মাঝে জাভির ছায়া দেখছেন রাফিনহা    

    ক্লাবে যোগ দেওয়ার একমাসও হয়নি। আর্থার মেলো বার্সেলোনার হয়ে খেলেছেন মাত্র একটি ম্যাচ। ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নস কাপে টটেনহামের বিপক্ষে নেমে গোলও পেয়েছেন। সতীর্থ রাফিনহা বলছেন, মেলোর খেলা দেখে তার জাভি হার্নান্দেজের কথা মনে পরে গিয়েছিল!

    এই মাসে শুরুতে গ্রেমিও থেকে ৩১ মিলিয়ন ইউরোতে বার্সায় যোগ দেন মেলো। প্রাক মৌসুম ম্যাচ খেলতে ২১ বছর বয়সী এই ব্রাজিলিয়ান মিডফিল্ডার দলের সাথে গিয়েছেন যুক্তরাষ্ট্রে। কাতালানদের হয়ে তার অভিষেক হয়েছে টটেনহামের বিপক্ষে। সেই ম্যাচে বক্সের বাইরে থেকে নেওয়া দুর্দান্ত এক শটে ক্লাবের হয়ে প্রথম গোলের দেখাও পেয়েছেন মেলো।

    প্রথমার্ধের ৪৫ মিনিটে মেলোর খেলা দেখে মুগ্ধ রাফিনহা, ‘যদিও আমি তুলনা করতে চাই না। কিন্তু মেলোর খেলার ধরন এখে জাভির কথা মনে পড়ছে! সে যেভাবে বল নিজের পায়ে নেয়, পাস দেয়, সবকিছুই ঠিক যেন জাভির মতো। তাকে দলে নেওয়ার সিদ্ধান্তটা বার্সার জন্য খুব ভালো হয়েছে।’

    শুধু রাফিনহা নন, মেলোর পারফরম্যান্সে সন্তুষ্ট কোচ এরনেস্তো ভালভার্দেও, ‘মেলো যে আমাদের অনেক কিছু দিতে পারবে, সেটার আভাস প্রথম ম্যাচেই পেলাম। সে তার পজিশনে দুর্দান্ত খেলেছে। মাত্র কয়েকদিন হলও দলের সাথে আছে সে। যেহেতু সে লা লিগায় নতুন, তাই সবকিছুর সাথে মানিয়ে নিতে আরও কিছুদিন সময় লাগবে।’

    জাভির শূন্যস্থানটা মেলো পূরণ করতে পারবেন কিনা, সেটা সময়ই বলে দেবে।