রোনালদোকে ছাড়া রিয়াল একাদশ নির্বাচন কঠিন: লোপেতেগি
গত ৯ বছর ধরেই ছিলেন রিয়াল মাদ্রিদের প্রাণভোমরা। ক্রিশ্চিয়ানো রোনালদোকে ছাড়া যেন কল্পনাই করা যেত না রিয়াল একাদশ। কিছুদিন আগেই রিয়াল ছেড়ে জুভেন্টাসে পাড়ি জমিয়েছেন সিআর সেভেন। রিয়ালের নতুন কোচ হুলেন লোপেতেগি বলছেন, রোনালদোকে ছাড়া রিয়াল একাদশ সাজানোটা তার জন্য কঠিনই হবে।
রিয়াল রোনালদোকে ভালোভাবেই মিস করবে, মানছেন লোপেতেগি, ‘যখন আমি কোচের দায়িত্ব নিলাম, তখনও রোনালদো রিয়ালে ছিল। এরপর সে চলে যাওয়ার সিদ্ধান্ত নিল। রোনালদোকে ছাড়া রিয়াল একাদশ সাজানো একটু কঠিন। কিন্তু সেটাই একটা চ্যালেঞ্জ, এটা আমাকে নিতেই হবে । রিয়ালের ইতিহাসের অন্যতম সেরা ফুটবলার তিনি। দীর্ঘদিন রিয়ালের হয়ে খেলেছেন, তার বিদায়ে কিছুটা ছেদ তো পড়বেই।’
রোনালদোর বিদায়ের পর এডেন হ্যাজার্ডসহ নতুন কয়েকজনকে কেনার গুঞ্জন উঠেছিল। তবে এখন পর্যন্ত সেটা হয়ে ওঠেনি। ইস্কো,বেলদের ওপরই ভরসা রাখছেন লোপেতেগি, ‘আমাদের বর্তমান স্কোয়াড নিয়ে আমি সন্তুষ্ট। রিয়ালের যে লক্ষ্য, সেটা এই স্কোয়াডই পূর্ণ করতে পারবে। আমরা চাই মাঠে সবাই নিজেদের সেরা খেলাটা খেলুক, কোচ হিসেবে এতেই আমি খুশি থাকবো।’
২০ আগস্ট গেটাফের বিপক্ষে ম্যাচ দিয়ে নতুন মৌসুম শুরু করবে লোপেতেগির রিয়াল।