• আন্তর্জাতিক ফুটবল
  • " />

     

    জার্মান সমর্থকদের পাশে পাচ্ছেন ওজিল

    জার্মান সমর্থকদের পাশে পাচ্ছেন ওজিল    

    অনেকটা অভিমান করে মাত্র ২৯ বছর বয়সেই জাতীয় দলকে বিদায় বলেছিলেন তিনি। রাশিয়া বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকেই জার্মানির বিদায়ে পর সমালোচনার মুখে অবসরের সিদ্ধান্ত জানিয়েছিলেন মেজুত ওজিল। তবে নিজের পাশে বহু জার্মান সমর্থককে পাচ্ছে ওজিল, তার সমর্থনে বার্লিনের রাস্তায় বিক্ষোভও করেছে তুর্কি বংশভূত অনেক জার্মান ফুটবল ভক্ত।

    ২০১৪ বিশ্বকাপে জার্মানির শিরোপা জয়ের অন্যতম কারিগর ছিলেন ওজিল। তবে রাশিয়া বিশ্বকাপে নিজের ছায়া হয়ে ছিলেন তিনি। সাথে যোগ হয়েছিল তুরস্কের প্রেসিডেন্ট এরদোগানের সাথে তার দেখা করার বিতর্কিত ইস্যুও। সবকিছু মিলিয়ে বিশ্বকাপ শেষে জার্মানির অপ্রত্যাশিত বিদায়ের দায়ভার যায় তার কাঁধেও। অনেক সমালোচনার পর তুর্কি বংশভূত ওজিল জানান, জার্মানির জাতীয় দলের হয়ে আর দেখা যাবে না তাকে। সাথে এও বলেন, জার্মানি জিতলেই কেবল তাদের মতো অভিবাসীদের ‘জার্মান’ ধরা হয়, হারলে নয়।

    ওজিলের অবসরের পর অনেকে তার সমালোচনা আরও বাড়িয়ে দিলেও ভক্তদের কিন্তু পাশেই পাচ্ছেন তিনি। ওজিলের প্রতি বর্ণবাদমূলক আচরণের প্রতিবাদে বার্লিনের রাস্তায় প্রতিবাদী মিছিল করেছেন কয়েকশ মানুষ। তাদের গায়ে ছিল ‘আমিই ওজিল’ লেখা গেঞ্জি, হাতে ছিল নানা ব্যানার ফেস্টুন ও তুরস্কের পতাকা। এই সময় ওজিলকে জাতীয় দলে ফেরার আহ্বানও জানানো হয়।

    ওজিলের অবসরের পর জার্মান ফুটবল ফেডারেশন বলেছিল, ওজিলের আনা বর্ণবাদের অভিযোগ সত্যি নয়। যদিও ওজিল গত সপ্তাহেই জানিয়েছিলেন, তাকে সমালোচনার পাশাপাশি হুমকিও দেওয়া হচ্ছে। বার্লিনে বিক্ষোভ করা ভক্তরা তার নিরাপত্তার ব্যাপারেও জার্মান সরকারকে পদক্ষেপ নিতে বলেছেন।