রিয়ালের জন্য টুইটার-ইন্সটাগ্রাম বন্ধ করলেন লোপেতেগি
অন্যদের মতো খুব বেশি সরব ছিলেন না সামাজিক যোগাযোগ মাধ্যমে। তবে এভাবে যে টুইটার, ইন্সটাগ্রাম প্রোফাইল বন্ধ করে দেবেন রিয়াল মাদ্রিদ কোচ হুলেন লোপেতেগি, সেটা হয়ত ভাবেননি কেউই। ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নস ক্লাবের প্রথম ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে হারের পর নিজের সব সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রোফাইল বন্ধ করে দিয়েছেন লোপেতেগি।
কিন্তু হঠাৎ এমন সিদ্ধান্ত কেনও? জানা গেছে, ইউনাইটেডের বিপক্ষে হার দিয়ে কোচিং ক্যারিয়ার শুরু করা লোপেতেগি আগামী মৌসুম শুরুর আগে মনোযোগ হারাতে চান না। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে তাই পুরোপুরি দূরে থাকতে চাইছেন। লা লিগার নতুন মৌসুম শুরু হওয়ার পর হয়ত খুলতে পারেন অ্যাকাউন্ট।
প্রায় দেড় লাখ ফলোয়ার বিশিষ্ট টুইটার ও ইন্সটাগ্রাম দিয়ে খুব অল্পই পোস্ট দিতেন লোপেতেগি। গত মাসে সমালোচনার মুখে থাকা রিয়ালের করিম বেনজেমার পাশে থাকার ঘোষণা দিয়ে তার সাথে ছবি দিয়েছিলেন তিনি। সেটাই ছিল প্রোফাইল বন্ধের আগে তার শেষ পোস্ট।