• লা লিগা
  • " />

     

    রোনালদো না খেললেই বেশি উজ্জ্বল বেল!

    রোনালদো না খেললেই বেশি উজ্জ্বল বেল!    

     

    গত মৌসুমের শেষভাগে বলেছিলেন, রিয়াল মাদ্রিদে হয়ত আর থাকা হবে না তার। জিনেদিন জিদানের একাদশে নিয়মিত না হওয়ার হতাশাটা ভালোভাবেই জেঁকে ধরেছিল গ্যারেথ বেলকে। জিদান বিদায় নিয়েছেন, ক্লাব ছেড়েছেন দলের প্রাণভোমরা ক্রিশ্চিয়ানো রোনালদোও। নতুন কোচ হুলেন লোপেতেগির অধীনে বেলের রিয়াল একাদশে নিয়মিত হওয়ায় পথ খুলেছে। পরিসংখ্যান বলছে, রোনালদো দলে না থাকলেই রিয়ালের হয়ে ভালো পারফর্ম করেন বেল!

    ৫ বছর একসাথে খেলেছেন রোনালদো-বেল। রোনালদো একাদশে নেই কিন্তু বেল আছেন, এরকম ঘটনা ঘটেছে মাত্র ২৭ বার। সেই ২৭ ম্যাচে রিয়াল জিতেছে ২১ বার, জয়ের হার ৭৮ শতাংশ!

    শুধু দল নয়, রোনালদো না থাকলে বেলের ব্যক্তিগত পারফরম্যান্সেও দেখা গেছে দারুণ উন্নতি। ২৭ ম্যাচে বেল বল জালে জড়িয়েছেন ২২ বার। রিয়াল মাদ্রিদের জার্সি গায়ে সব মিলিয়ে ম্যাচ প্রতি গোলসংখ্যা যেখানে ০.৪৬, রোনালদোকে ছাড়া সেটা ০.৮১!

    মৌসুম শুরুর আগে নতুন ফুটবলার না কিনে বেল, ইস্কোদের ওপরই ভরসা রাখার কথা বলেছিলেন রিয়াল কোচ লোপেতেগি। রোনালদোর অভাব বেলরাই পূরণ করবেন, এমনটাই আশা তার। রোনালদোকে ছাড়া বেলের পরিসংখ্যান দেখেই হয়ত এমনটা বলেছেন তিনি!