বার্সেলোনায় আসলেন ভিদাল
বায়ার্ন মিউনিখে যোগ দেওয়ার পর গত তিন মৌসুমেই তিনি জিতেছেন বুন্দেসলিগা শিরোপা। এমন সাফল্যের পরেও আর্তুরো ভিদাল বিদায় বললেন বায়ার্নকে। তিন বছরের চুক্তিতে জার্মান ক্লাব ছেড়ে বার্সেলোনায় পাড়ি জমালেন এই চিলিয়ান মিডফিল্ডার।
এখনও আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি, ঠিক কত টাকা ট্রান্সফার ফিতে বার্সায় এসেছেন ভিদাল। তবে ইএসপিএন বলছে, টাকার অংকটা হতে পারে ২৫ মিলিয়ন ইউরো।
কয়েক ঘণ্টার মাঝেই ভিদালকে কেনার ব্যাপারে বিস্তারিত জানাবে বার্সা, ক্লাবটির পক্ষ থেকে জানাও হয়েছে এমনটাই, ‘অল্প সময়ের মাঝেই ভিদালের আগমনের ব্যাপারে বিস্তারিত জানানো হবে। তাকে বার্সেলোনার দর্শকের সামনে কবে তুলে ধরা হবে সেটাও জানিয়ে হবে দ্রুতই।’
বায়ার্নের হয়ে ১২৪ ম্যাচে ভিদাল করেছেন ২২ গোল। গত ৩ মৌসুমের জন্য ৩১ বছর বয়সী ভিদালকে ধন্যবাদ জানিয়েছেন সদ্যই সাবেক হওয়া ক্লাব বায়ার্ন, ‘গুরুত্বপূর্ণ ম্যাচে তার মতো ফুটবলারদের ওপরই ভরসা করত ক্লাব। তিন মৌসুমে ক্লাবকে যা দিয়েছেন, তার জন্য ভিদালকে অনেক ধন্যবাদ। স্পেনে তার আগামী দিনের ক্যারিয়ারের জন্য শুভকামনা।