• লা লিগা
  • " />

     

    ওজিলের ছবিসহ টিশার্ট পরে মাঠে তুরস্কের ক্লাব

    ওজিলের ছবিসহ টিশার্ট পরে মাঠে তুরস্কের ক্লাব    

    তুরস্কের ক্লাব মালাতায়াস্পোরের এক প্রীতি ম্যাচে নেমেছিল মেসুত ওজিলের ছবি সম্বলিত টিশার্ট পরে। তার্কিশ সুপার লিগের দলটির ম্যাচ ছিল সেকেন্ড ডিভিশনের ক্লাব গাজিসেহিরের বিপক্ষে। ২-১ গোলে জেতা ম্যাচে মালাতায়াস্পোরের খেলোয়াড়েরা নেমেছিল ওজিলকে সমর্থন জানাতে। ওজিলের ছবি, আর নিচে লেখা, "আমরা সবাই এক, বর্ণবাদকে না বলো।" 



    গত মাসে অনেকটা অভিমান করেই জাতীয় দলকে বিদায় বলেছেন ওজিল। কারণ হিসেবে জানিয়েছিলেন তার বিপক্ষে করা হয়েছে বর্ণবাদী আচরণ। নিজের দেশ জার্মানিতে তেমন সমর্থন না পেলেও তুরস্ককে পাশেই পেয়েছিলেন তিনি। মালাতায়াস্পোর জানিয়েছে, ওজিলকে সমর্থন জানাতেই তারা এই উদ্যোগ নিয়েছিল।    

    ওজিলের অবসরের ঘোষণার পর জার্মানির জাতীয় দলের অধিনায়ক ম্যানুয়েল নয়্যার উড়িয়ে দিয়েছিলেন বর্ণবাদের সম্ভাবনা। তার সাবেক সতীর্থ থমাস মুলারও কথা বলেছেন একই সুরে। তবে তুরস্কে সমর্থনের অভাব হচ্ছে না ওজিলের।