• লা লিগা
  • " />

     

    রোনালদোর শূন্যস্থান পূরণ করা কঠিন: ক্রুস

    রোনালদোর শূন্যস্থান পূরণ করা কঠিন: ক্রুস    

     

    গত ৯ বছরে তিনিই ছিলেন রিয়াল মাদ্রিদের প্রাণভোমরা। লা লিগা, চ্যাম্পিয়নস লিগ; রিয়ালের সাফল্যে সিংহভাগ অবদান হয়ত ক্রিশ্চিয়ানো রোনালদোরই। এই মৌসুমে রিয়াল ছেড়ে জুভেন্টাসে যোগ দিয়েছেন সিআর সেভেন। রোনালদোর সাবেক রিয়াল সতীর্থ টনি ক্রুস বলছেন, রোনালদোর শূন্যস্থান হয়ত পূরণ করা খুব কঠিন হবে।

    ৪৩৮ ম্যাচে ৪৫০ গোল। প্রতি মৌসুমে রোনালদো গড়ে ৫০ গোল করেছেন রিয়ালের হয়ে। চ্যাম্পিয়নস লিগেও এখন সর্বোচ্চ গোলদাতা এই রোনালদোই। তার দুর্দান্ত ফর্মের সুবাদের হ্যাটট্রিক চ্যাম্পিয়নস লিগ জিতেছে রিয়াল।

    রোনালদো না থাকলেও রিয়ালের খুব একটা কিছু হবে না, বলেছিলেন জুভেন্টাস কোচ আলেগ্রি। তবে ক্রুসের মতে, রোনালদোর অভাবটা ভালোই ভোগাবে রিয়ালকে, ‘প্রতি মৌসুমে ৫০ গোল করা একজনের শূন্যস্থান পূরণ করা সহজ না। অনেক বছর ধরেই সে রিয়ালের খুব গুরুত্বপূর্ণ সদস্য, আমাদের সাফল্যের বড় কারণ। তাকে ছাড়া আগের মতো খেলতে কিছুটা হলেও সময় লাগবে।’  

    রিয়াল  দ্রুততম সময়ে নিজেদের গুছিয়ে নেবে বলেই আশা ক্রুসের, ‘এই রিয়ালের প্রতি আমার বিশ্বাস অনেক। তারা দ্রুতই সবকিছু আগের মতো করার চেষ্টায় থাকবে। রিয়াল যেভাবে সাফল্য এনেছে কয়েক মৌসুমে, সেটা রোনালদোকে ছাড়াই আনতে হবে।’

    ২০ আগস্ট গেটাফের বিপক্ষে ম্যাচ দিয়ে লা লিগার নতুন মৌসুম শুরু করবে রিয়াল।