• লা লিগা
  • " />

     

    ইনিয়েস্তার ব্যাটন পেলেন মেসি

    ইনিয়েস্তার ব্যাটন পেলেন মেসি    

    জাভি ব্যাটনটা দিয়ে গিয়েছিলেন ইনিয়েস্তাকে। এবার সেটা উঠল মেসির হাতে। আগে খন্ডকালীন দায়িত্ব পালন করলেও এবার পাকাপাকিভাবে বার্সেলোনার অধিনায়ক হলেন লিওনেল মেসি। একাদশে থাকলে তাঁর হাতেই থাকবে বার্সা অধিনায়কের বাহুবন্ধনী।

    ২০১৫ সালে জাভি চলে যাওয়ার পর ইনিয়েস্তাই হয়েছেন অধিনায়ক। এরপর যেসব ম্যাচে ইনিয়েস্তা দায়িত্ব পালন করতে পারেননি, সেসব ম্যাচে মেসি নেমেছিলেন বাহুবন্ধনী পরে। এবার সেটা পরতে যাচ্ছেন প্রথম পছন্দ হিসেবে। আর মেসি না থাকলে সেই দায়িত্বটা পাচ্ছেন সার্জিও বুসকেটস।  

    আর দুজনের কেউ না থাকলে অধিনায়ক হবেন জেরার্ড পিকে। ২০০৮ সালে বার্সেলোনায় যোগ দেওয়ার পর এই প্রথম পিকে পেতে যাচ্ছেন এই সম্মান। আর চতুর্থ অধিনায়ক হিসেবে রাখা হয়েছে সার্জি রবার্তোর নাম। বার্সেলোনার যুক্তরাষ্ট্র সফরে নিয়মিত খেলোয়াড়দের অনুপস্থিতিতে রবার্তো ছিলেন অধিনায়ক।

    এই চারজনের মধ্যে সবচেয়ে বড় মিল কী? সবাই লা মেসিয়া থেকে উঠে এসেছেন। এর মধ্যে পিকেই শুধু কিছুটা সময় ইউনাইটেড আর জারাগোজায় ছিলেন। বাকিরা সবাই ক্যারিয়ার কাটিয়েছেন ন্যু ক্যাম্পেই।