বিশ্বকাপ থেকে বহিষ্কার ভারতীয় আম্পায়ার
পোস্টটি ৪৪৪৬ বার পঠিত হয়েছেভারতীয় আম্পায়ার সুন্দারাম রবি (Image : Twitter)
আগামী ৩০ মে ওয়েলস এবং ইংল্যান্ডের মাটিতে ২০১৯ ক্রিকেট বিশ্বকাপের পর্দা উঠবে। বিশ্বকাপের ম্যাচ পরিচালনার জন্য আইসিসি ১৬ সদস্যের একটি তালিকা গঠন করে। যেখানে ঠাই হয়েছিল ভারতীয় একজন আম্পায়ার সুন্দারাম রবির। বিশ্বকাপের ২২টি অফিশিয়াল ম্যাচে আম্পায়ারের দায়িত্ব দেওয়া হয়। তিনি আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা'র (আইসিসি) এলিট প্যানেলের ১১ তম সদস্য, তা সত্বেও সাম্প্রতিক বাজে আম্পায়ারিং করার জের ধরে বহিষ্কার করা হয়।
ভারত-ইংল্যান্ডের মধ্যকার টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে ২০১১ সালে আন্তর্জাতিক ক্রিকেটে আম্পায়ারিং অভিষেক ঘটে। দুই মাস পরেই ভারত-ওয়েস্ট ইন্ডিজের ম্যাচ দিয়ে ওয়ানডে ক্রিকেটে এবং ২০১৩ সালে বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের চট্টগ্রাম টেস্ট ম্যাচে অভিষেক হয়। টেস্ট, ওডিআই ও টি-টোয়েন্টি মিলিয়ে মোট ৯৩ মাচে আম্পায়ারের দায়িত্ব পালন করেছেন এই ৫৩ বছর বয়সী সুন্দারাম রবি।
আইসিসির আম্পায়ার এলিট প্যানেলে নাম উঠেছিলো ২০১৫ সালে। এলিট প্যানেলের ১২ সদস্যের মধ্যে তিনি ছিলেন এগারো তম সদস্য। বিশ্বকাপের আগেই দু:সংবাদ পেলেন এই সুন্দারাম রবি।
শেষ বলে বিতর্কিত ‘নো’ বল,সুন্দারামের সিদ্ধান্তে ক্ষোভে রিরাট। (Image : COC)
ঘটনার উত্থাপন হয় সম্প্রতি ভারতে চলাকালীন আইপিএলে বিতর্কিত আম্পায়ারিং করায়। আইপিএলে সঠিকভাবে দায়িত্ব পালন নিয়ে প্রশ্ন উঠে আসে! চলমান আইপিএল আসরে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বনাম মুম্বাই ইন্ডিয়ান্স মধ্যকার ম্যাচে লাসিথ মালিঙ্গার বলে একটি পরিস্কার 'নো' না দিয়ে এড়িয়ে যায় সুন্দারাম রবি। সেই ম্যাচে হারতে হারতে টেবিলের তলানিতে থাকা রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর দল জয়ের দারপ্রান্তে গিয়েও হেরে যায়। এই বিষয়ে প্রকাশ্যে রবির সিদ্ধান্তে চটেছেন বেঙ্গালুরুর ক্যাপ্টেন বিরাট কোলি। এই ঘটনার রেশ ধরেই নড়েচড়ে বসে আইসিসির আম্পায়ার্স কমিটি।
গেল ২৪ এপ্রিল আইসিসির আম্পায়ার্স কমিটির মিটিংয়ের পর এই ভারতীয় আম্পায়ারকে বাদ দেয়ার সিদ্ধান্ত হয়। আইসিসি থেকে জানানো হয়, সুন্দারামের এলিট প্যানেলে টিকে থাকা খুব কঠিন। বিশ্বকাপের মতো টুর্নামেন্টের ম্যাচগুলোতে অনেক প্রতিদ্বন্দ্বিতা ও চাপ থাকে। গেল কয়েক বছরে ১২ সদস্যের এলিট লেভেলের আম্পায়ারদের মধ্যে সবচেয়ে খারাপ রিপোর্ট সুন্দারাম রবির।
- 0 মন্তব্য