২০১৯ বিশ্বকাপ - স্বাগতিক ইংল্যান্ডের বিশ্বকাপ জয়ের সম্ভাবনা
পোস্টটি ৩৬৯৫ বার পঠিত হয়েছে২০১৯ ক্রিকেট বিশ্বকাপ ট্রফি (Image : Getty)
আগামী ৩০ মে ক্রিকেট বিশ্বকাপের পর্দা উঠতে যাচ্ছে ইংল্যান্ড এবং ওয়েলসে। আয়োজক দেশ হিসেবে পঞ্চমবারের মতো বিশ্বকাপ আয়োজন করবে ইংলিশরা। বিশ্বকাপ ক্রিকেটের যেটি দ্বাদশ তম আসর। শেষবার ১৯৯৯ সালে বিশ্বকাপ ক্রিকেট আয়োজন করেছিল এই দেশ। দক্ষিণ আফ্রিকার সাথে স্বাগতিকদের ম্যাচ দিয়ে শুরু হবে মহারথী বৈশ্বিক ক্রিকেটের সবচেয়ে বড় প্রতিযোগিতা এবং ১৪ জুলাই ঐতিহাসিক লর্ডসের মাঠে শেষ হবে ফাইনাল ম্যাচ দিয়ে। আইসিসির নির্দিষ্ট সময়ের ভিতরেই ছোট বড় চমক নিয়ে সব দল প্রকাশ করেছে তাদের ১৫ সদস্যের তালিকা। বিশ্ববাসী এখন তাকিয়ে আছে রোমাঞ্চকর বিশ্বকাপের পর্দা উঠার অপেক্ষায়।
ইংল্যান্ডের বিশ্বকাপ জয়ের সম্ভাবনা কতটুকু?
পারফরম্যান্স এবং স্বাগতিক দেশ হিসেবে বিশ্বকাপের অন্যতম দল ইংল্যান্ড। বিগত তিন বছরের অসাধারণ ধারাবাহিক খেলায় বর্তমানে আইসিসির এক নম্বর র্যাংকিং এ ইংল্যান্ডের অবস্থান। তিনবার ফাইনালে খেলেও ছোঁয়া হয়নি বিশ্বকাপের ট্রফি। প্রথমবার শিরোপা হাতে তুলতে তাই মরিয়া হয়ে আছে ইয়ন মরগান, জনি বেয়ারস্টো ও বেন স্টোকসদের দল।
নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, ভারত ও বাংলাদেশের পর বিশ্বকাপের দল ঘোষণা করে ইংল্যান্ড। অনেকেই খাতা-কলমে হিসেব মিলিয়েছে, নিজ দেশের মাটিতে এবার শিরোপা জেতার জন্য অনেক শক্তিশালী একটি দল। ঘরের মাঠ, চেনা পরিবেশ। তাই বিশ্বকাপ জিতার প্রত্যাশা একটু বেশিই করতে পারে ইংলিশ সমর্থকেরা। প্রথমেই নজর রাখা যাক ব্যাটিং লাইন-আপের উপর। ইংলিশদের বড় রান সংগ্রহ করার জন্য জেসন রয়, ইয়ন মর্গান, জনি বেয়ারস্টো, জো রুট, জস বাটলার এবং অলরাউন্ডারের দায়িত্বে থাকবেন বেন স্টোকস। মাদক সেবন অভিযোগ ছয় নম্বরের নির্ভরযোগ্য আলেক্স হেইলস থাকছেনা বিশ্বকাপে।
মারকুটে ব্যাটসম্যান এবং অভিজ্ঞ নিশানায় বল নিক্ষেপ করা দল নিয়ে বিশ্বকাপের হট ফেবারিট দল নিশ্চিন্তে বলা যায়। তাই ২০১৯ ক্রিকেট বিশ্বকাপে ইংল্যান্ড ক্রিকেট দল প্রথম বিশ্বকাপ ট্রফি জয় করতে সম্ভাবনা কতটুকু তা বলাই বাহুল্য। সর্বোচ্চ চেস্টা দিয়ে ঘরের মাঠেই ট্রফি তুলে রাখতে প্রস্তুত ইংল্যান্ড।
ইংল্যান্ড দলের বিশ্বকাপ স্কোয়াড (Image : ICC)
ইংল্যান্ডের বিশ্বকাপ দল ঘোষণার সবচেয়ে আলোচিত খবর ছিলো জোফরা আর্চারকে নিয়ে। কিন্তু ইংল্যান্ড ক্রিকেট বোর্ড তাকে আরেকটু জ্বালিয়ে দেখার জন্য বিশ্বকাপ স্কোয়াডে জায়গা না দিয়ে বিশ্বকাপের আগে পাকিস্তানের সাথে খেলানোর জন্য অপেক্ষায় রেখেছে। পাকিস্তানের সাথে দারুন চরক দেখালে জায়গা পেতে পারে বিশ্বকাপের স্কোয়াডে। আইসিসির সিদ্ধান্তে আগামী ২৩ মে পর্যন্ত পরিবর্তন করা যাবে বিশ্বকাপ স্কোয়াড। সম্প্রতি ভারতে চলাকালীন আইপিএলে জোফরা আর্চার দুর্দান্ত পারফরম্যান্সে নজর কাড়ে ইংলিশদের।
পেস বোলিংয়ের দায়িত্ব থাকছে লিয়াম প্লান্কেট, মার্ক উড, ডেভিড উইলি, ক্রিস ওকসের উপর। স্পিনার হিসেবে দলে বরাবরই পরিচিত দুই মুখ আদিল রাশিদ এবং মইন আলী। সাম্প্রতিক সময়ে বিগ ব্যাসে ভালো খেলেছিলেন তরুন ক্রিকেটার টম কারেন। তার ফলস্বরূপ দেশের মাঠে বিশ্বকাপ খেলার সুযোগ পেলেন তিনি। এছাড়াও দলে জায়গা পেলেন জো ডেনলি, যে কিনা ব্যাটে-বলে উভয় ক্ষেত্রে সাবলীল। শক্তিমত্তা ও দুর্বলতার বিচারে ইংল্যান্ড দল প্রথম শিরোপা অর্জন করতে যথেষ্ট সামর্থ্য রয়েছে।
ইংল্যান্ড দলের স্কোয়াড - ইয়ন মর্গ্যান (অধিনায়ক), মঈন আলী, জনি বেয়ারস্টো, জস বাটলার, টম কুর্যান, জো ডেনলি, জেমস ভিন্স (সম্ভাব্য), লিয়াম প্লানকেট, আদিল রশিদ, জো রুট, জেসন রয়, বেন স্টোকস, ডেভিড উইলি, ক্রিস ওকস, মার্ক উড।
- প্লেয়ার টুু ওয়াচ
(Image : Express)
ইংলিশদের নবযুগের রাজপুত্র জো রুট -
ইংল্যান্ডের ব্যাটিংয়ে তিনটি ফরম্যাটে বর্তমান সময়ের সেরা একজন জো রুট। ম্যাচের দিক পরিবর্তন করে পাহাড় সমান রান সংগ্রহ করে পাল্টে দেন গতিপথ। এজন্য তাকে নবযুগের সূচনার রাজপুত্র ডাকা হয়। নিখুঁত টেকনিক্যাল, অসাধারণ ফুটওয়ার্ক এবং অভিজ্ঞতায় ধারাবাহিক রান করা সক্ষমতা রয়েছে তার। এলিস্টার কুকের অবসরের পরে টেস্ট দলের ক্যাপ্টেনের দায়িত্ব পায় জো রুট। টেস্টে নেতৃত্ব দেওয়ার অভিষেক ম্যাচেই করেন সেঞ্চুরি।
তিনটি ফরম্যাটেই আগুনের গোলা ব্যাটসম্যান জো রুট। ওয়ানডে ক্রিকেটে ইংলিশদের হয়ে ১২৬ ইনিংস খেলে পাঁচ হাজারের উপর রান। গড়ে পঞ্চাশ রান করে এবং স্ট্রাইক রেটিং ৮৬.৭। ওডিআই ফরম্যাটের পরিসংখ্যান বলে দেয় ২০১৯ ক্রিকেট বিশ্বকাপে জ্বলে উঠলে কেমন হতে পারে ইংল্যান্ডের স্কোরবোর্ড। সুতরাং বিশ্বকাপ ক্রিকেটে ভয়ংকর রূপে স্পটলাইটে থাকবেন প্রতিপক্ষ দলের কাছে জো রুট।
- 0 মন্তব্য