আইভরিকোস্টকে নতুন অক্সিজেন দেয়া ফুটবলার দ্রগবা।
পোস্টটি ২০৩২ বার পঠিত হয়েছেসময় এসেছে এবার দেশের জন্য কিছু করার, জাতির জন্য কিছু করার ঠিক সে সময়ে ফুটবলার দ্রগবা যেনো অনেকটাই রাষ্ট্রনায়কের ভূমিকায় বলেছিলেন, " এই দিনটায় ভিক্ষা চাচ্ছি আপনাদের কাছে। মুক্তি দিন আমাদেরকে,আমরা মুক্তি চাই।আমাদেরকে আনন্দে বাচতে দিন। নির্বাচনের ব্যবস্থা করুন, সব ঠিক হয়ে যাবে। এবার অস্ত্রটা নামিয়ে ফেলুন। "বিশ্বের বড় বড় ক্ষমতাবান রাষ্ট্র,জাতিসংঘের আহ্বান, অনুরোধ যেখানে ব্যর্থ ঠিক তখনই এক ফুটবলই দেশকে করেছে একত্র, দেশে ফিরিয়ে এনেছিলো শান্তি।
দিদিয়ের দ্রগবা ১১ মার্চ ১৯৭৮ সালে জন্ম নেন আইভরিকোস্টের আবিদজানে। তবে, মাত্র পাঁচ বছর বয়সে তার মা -বাবাকে ছেড়ে চলে যেতে হয়েছিলো ফ্রান্সে। যদি ও সমস্যার জন্য আবার ৩ বছর পর নিজ দেশেই আসতে হয়েছিলো এই ফুটবলারের এবং পরবর্তীতে আবার ও ফ্রান্সে আসেন দ্রগবা। শুরুর দিকে অনুশীলনে ও নিয়মিত হতে পারেননি। যুব দলে তার অভিষেক ঘটে ২১ বছর বয়সে, এরপর ৩৪ ম্যাচে ১৭ গোল করে শেষ সারির দল গুইনগাম্পকে ৭ম স্থানে এনে দেন দ্রগবা৷ তার পারফরম্যান্স এর উপর নজর দিলো ফ্রেঞ্চ জায়ান্ট মার্সেই, যোগ দিলেন মার্সেই এ। এরপর সে মৌসুমে ২৪ গোল করে ডাক পান ইংলিশ জায়ান্ট চেলসিতে। চেলসিতে যোগ দিয়েই ৫০ বছর পর চেলসিকে লীগ শিরোপার স্বাদ দেন, এরপরের বছর ও প্রিমিয়ার লীগের স্বাদ এনে দেন দ্রগবা এবং তিনিই সর্বপ্রথম আফ্রিকান যে ইংলিশ প্রিমিয়ার লীগে ১০০ গোল করেছিলো। ২০১২ সালে এফ এ কাপের ফাইনালে লিভারপুলের বিপক্ষে জয়সূচক গোল এবং চ্যাম্পিয়নস লীগে বায়ার্ন মিউনিখের বিপক্ষে ও জয়সূচক পেনাল্টিতে গোল করেন দ্রগবা। ক্লাব ফুটবলে ৪৯৭ ম্যাচে ২২০ গোল করেন এই ফুটবলার।
- 0 মন্তব্য