Adam Hlozek- The next Big thing in European Football?
পোস্টটি ৯৫০ বার পঠিত হয়েছেসম্প্রতি ট্রান্সফার মার্কেটের সবচেয়ে বড় হট কেক Erling Haaland যোগ দিয়েছেন ম্যানচেস্টার সিটিতে। আরেক ইয়াং প্রসপেক্ট Karim Ademeyi কে নিজেদের দলে ভেড়িয়েছে বরুশিয়া ডর্টমুন্ড। মাস খানেক আগে নতুন মৌসুমে সিটির হয়ে খেলার ঘোষণা দেওয়া আর্জেন্টাইন ফরোয়ার্ড জুলিয়ান আলভারেজ গতরাতে ডাবল হ্যাটট্রিক করে আবারো হেডলাইনে এসেছেন। বর্তমান ট্রান্সফার মার্কেটে হাতে গোনা কয়েকজন ইয়াং স্ট্রাইকার আছে যারা তাদের পরবর্তী গন্তব্য নিশ্চিত করে ফেলেছেন এবং তাদেরকে আমরা মোটামুটি প্রায় সবাই চিনি।
তবে আজকে আমি কথা বলবো এমন একজনকে নিয়ে যাকে হয়তো হাতে গোনা কয়েকজন চিনবেন, তবে সম্ভাবনা রয়েছে, সামনের ২/১ মৌসুমের মধ্যে ইউরোপিয়ান ট্রান্সফার মার্কেটের বড় ক্লাবগুলোর টপ টার্গেট ফরওয়ার্ড হবার। তিনি হচ্ছেন চেক রিপাবলিকের Adam Hlozek। যিনি কিনা আরো বছর দুয়েক আগেই বায়ার্ন মিউনিখ, আর্সেনালের মতো ক্লাবের প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন!! Hlozek এর জন্ম ২৫ জুলাই ২০০২ সালে। বর্তমানে চেক ক্লাব Sparta Prague এর হয়ে খেলছেন খেলছেন এই ১৯ বছর বয়সী ফরওয়ার্ড।
পজিশন: ইয়ুথ ক্যারিয়ারের শুরু থেকেই স্ট্রাইকার পজিশনে খেলা Hlozek অকেশোনালি অ্যাটাকিং মিডফিল্ডার, সেকেন্ড স্ট্রাইকার, লেফট উইঙ্গার হিসেবে খেলতে পারেন। খুব রেয়ার্লি তাকে রাইট সাইডে খেলতে দেখা যায়।অধিকাংশ সময় ৪-৩-৩ এবং ৪-২-৩-১ সিস্টেমে খেলা Prague এ তার মেইন প্রেফারেবল পজিশন হচ্ছে তিনটি - মেইন স্ট্রাইকার, অ্যাটাকিং মিডফিল্ডার এবং সেকেন্ড স্ট্রাইকার।
স্পেশালিটি: Hlozek এর সবচেয়ে বড় অ্যাডভান্টেজ হচ্ছে তার হাইট। ৬ ফুট ২ ইঞ্চির উচ্চতা হওয়ায় প্রতিপক্ষের বক্সে অন দা ফুট + এরিয়ালে যেকোনো সময় ভয়ঙ্কর রূপ ধারণ করতে পারেন তিনি। ফরওয়ার্ড হিসেবে ফার্স্ট টাচ যথেষ্ট ভালো। গোল করার পাশাপাশি অ্যাংকরিং রোলে খেলতে স্বচ্ছন্দ্যবোধ করা Hlozek এর আরেকটি বিশেষত্ব হচ্ছে প্রতিপক্ষের ডিফেন্স লাইনকে হাই প্রেস করা। যার ফলে অপনেন্ট পজিশন লস করতে বাধ্য হয় এবং গোলের সুযোগ তৈরি হয়। আরেকটি মজার বিষয় হচ্ছে, প্রতিপক্ষ যখন অন দা বল অ্যাটাক করে, Hlozek তখন ডিপ লাইনে গিয়ে ডিফেন্সিভ ডিউটি পালন করেন। এই সিজনে প্রায় ২০০+ ডিফেন্সিভ ডুয়েলের সাথে যুক্ত ছিলেন তিনি যার সাকসেস রেট ৫৫.৪%! তাছাড়া তার পাসিং অ্যাকুরেসি গড়ে ৭৫% (২০২০-২০২১ মৌসুমে) এর কাছাকাছি থাকে যা একজন উঠতি ফুটবলার হিসেবে খুবই অসাধারণ। এই মৌসুমে Hlozek এর হিটম্যাপ নিচে দেখানো হলো:
Recent performance and Overall stats:
সদ্য সমাপ্ত মৌসুমে Prague এর হয়ে ১৩ গোল এবং ১৫ টি এসিস্ট করেছেন Hlozek - এতে বুঝা যায় ফিনিশিং এর পাশাপাশি সেকেন্ড ফরোয়ার্ড হিসেবে কতোটা এফেক্টিভ রোল প্লে করতে পারেন তিনি।
২০১৮ সালে মাত্র ১৬ বছর বয়সে Sparta Prague এ যোগ দেওয়া এই চেক ফরোয়ার্ডের মূল একাদশে ডেবিউ হয়ে যায় সেই বছরই। Sparta Prague এর ক্লাবের ইতিহাসে সবচেয়ে কম বয়সী ফুটবলার হিসেবে মূল দলে অভিষেক হয় তার। অভিষেক হবার পর থেকেই রেগুলার প্লেয়িং মিনিট পাচ্ছেন Hlozek। যার ফলাফলস্বরূপ, মাত্র ১৯ বছর বয়সেই ক্লাবের হয়ে ১০০+ ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ করেছেন। Hlozek সম্পর্কে আরেকটি ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে, সে ১৫ বছর বয়স থাকাকালীন অনূর্ধ্ব ১৯ দলের সাথে ট্রেনিং করেছেন এবং সেই দলের অংশ ছিলেন।
চেক রিপাবলিকের হয়ে অনূর্ধ্ব ১৫ থেকে শুরু করে অনূর্ধ্ব ১৬,১৭,২১ এবং সর্বশেষ ২০২০ সালে মাত্র ১৮ বছর বয়সে দেশের হয়ে মূল একদশে ডাক পান Hlozek।
ক্লাব এবং দেশের হয়ে ২০১৮ থেকে এখন পর্যন্ত প্রতি মৌসুমের ম্যাচ, গোল এবং এসিস্টের একটি ছোট পরিসংখ্যান দেওয়া হলো:
২০১৮/১৯: ৩৪ ম্যাচ - ১২ গোল - ৩ এসিস্ট
২০১৯/২০: ৩৯ ম্যাচ - ৯ গোল - ৯ এসিস্ট
২০২০/২১: ২৩ ম্যাচ - ১৫ গোল - ৯ এসিস্ট
২০২১/২২: ৪৭ ম্যাচ - ২৩ গোল - ১৫ এসিস্ট
এখন পর্যন্ত* ১৪৩ ম্যাচে ৪৮ গোল ৩৬ এসিস্ট, অর্থাৎ ৮৪ গোলে সরাসরি নিজের সম্পৃক্ত ছিলেন Hlozek। এর মাধ্যমে বুঝা যায় গোল পাশাপাশি প্লে মেকিং রোলেও দারুণ কার্যকরী তিনি।২০২০-২১ মৌসুমের Hlozek এর কিছু গোল এবং অন শট টার্গেটের পজিশন:
বর্তমান বাজার মূল্য এবং সম্ভাব্য পরবর্তী গন্তব্য:
Transfer markt এর তথ্যানুসারে Hlozek এর বর্তমান বাজার মূল্য প্রায় ১৯ মিলিয়ন ইউরো। তার ট্রান্সফার ফি কোনো ভাবেই ২০-২৫ মিলিয়নের উপরে যাবেনা।
Adam hlozek এর প্রতি আগ্রহ দেখিয়েছিল ইউরোপের বেশ কয়েকটি বড় নাম। তাদের মধ্যে সিরিয়াস রেসে ছিলো ৩ টি ক্লাব - বায়ার লেভারকুসেন, আর্সেনাল এবং ওয়েস্ট হ্যাম ইউনাইটেড। এই তিনটি ক্লাবের মধ্যে লেভারকুসেন যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি (ফাব্রিজিও রোমানোর মতে Hlozek এর লেভারকুসেন যাওয়া এখন মাত্র সময়ের ব্যাপার)। এখন দেখার বিষয় পরবর্তী গন্তব্যে কি নিজের সেই ধারাবাহিক ফর্ম ধরে রাখতে পারবেন নাকি স্রোতের ধারায় গা মিশিয়ে হারিয়ে যাবেন!
- 0 মন্তব্য