ডাচদের প্রতিশোধ নাকি সোনালী ট্রফির দিকে মেসির আরেক পা?
পোস্টটি ৬৪৬ বার পঠিত হয়েছেমেসির আর্জেন্টিনার কাছে হেরেই শেষ হয়েছিলো ডাচদের আগের বিশ্বকাপ।ডাচদের বিশ্বকাপের শেষ হারটাও মেসির দলের বিপক্ষে ২০১৪ সালের ব্রাজিল বিশ্বকাপের সেমিফাইনালে মাঝে '১৮ বিশ্বকাপ খেলতে পারেনি নেদারল্যান্ডস। তাই এবারের মঞ্চ টা ডাচদের জন্য প্রতিশোধ এর ই বৈকি। সাথে ডাচদের কোচ থেকে লুই ভ্যান হালের জন্যও মঞ্চ টা স্পেশাল,কেননা ব্রাজিলে তার উড়তে থাকা দলকে বেদনার নীলে আসক্ত করে সেমি থেকে বিদায় করেছিলো সাবেলার আর্জেন্টিনা। তাই ভ্যান হালের সাথে ঐ দলের অংশ থাকা ব্লাইন্ড, ডি ব্রাই আর ডিপাইদের জন্যও এটা নিজেদের হিসাব চুকানোর ম্যাচ।
সেবার ডাচদের হারিয়ে সেমিতে গেলেও মেসি-মারিয়াদের সোনালী ট্রফি টা ছুঁয়ে দেখা হয় নি। তাই সে দলের অংশ থাকা এ দুজন এবার নিশ্চয়ই আক্ষেপটা মেটাতে চাইবে নিজেদের শেষ বিশ্বকাপ খেলতে এসে আর সেজন্য ডাচদের হারিয়ে আরো একধাপ এগিয়ে যাওয়ার সুযোগটা নিশ্চয়ই তাই হাত ছাড়া করতে চাইবে না মেসি-মারিয়া। মারাকানায় যেটা মেসি পারেনি নিশ্চয়ই এই লুসাইলে এটা করতে চাইবে মেসি। আর সেই যাত্রাটা লুসাইলে ডাচদের হারিয়েই করতে চাইবেন তিনি কেননা আর্জেন্টিনা যদি ফাইনাল যেতে পারে তাহলে সবগুলো ম্যাচ ই লুসাইলে খেলবে মেসি বাহিনী।
কাতারের লুসাইল স্টেডিয়ামে শেষ বাজি বাজার পরই হয়তো বুঝা যাবে ডাচদের প্রতিশোধের সাথে সাথে মেসির বিশ্বকাপ শেষ হয়ে গেলো নাকি অধরা সোনালী ট্রফিটার দিকে আরো এক পা এগিয়ে গেলো মেসি।
প্রতিশোধের ম্যাচে ভ্যান হাল নামবেন চিরচেনা ৫-২-১-২ ফর্মেশনে। ইঞ্জুরির সমস্যা না থাকায় কোন চ্যাঞ্জ ছাড়া আগের ম্যাচের স্কোয়াড ই দেখা যাওয়ার সম্ভাবনা বেশি নেদারল্যান্ডসের।
আর ডি পল আর ডি মারিয়ার ইঞ্জুরির শঙ্কায় স্কালোনিও হয়তো ৫-৩-২ তে শিফট করবে যেখানে লিসান্দ্রি মার্টিনেজ কে থ্রি ম্যানের লেফট সাইডে দেখা যেতে পারে আর মিডে পল এর পরিবর্তে আসতে পারে লিয়ান্দ্রো পারেদেস, আর মেসির সাথে আলভারেজ ফ্রন্টে।
বেদনার নীলে আবারো বিষাক্ত হবে ডাচরা?মেসির বিশ্বকাপের শেষ ম্যাচ নাকি লুসাইলের রাতের আকাশকে রাঙ্গিয়ে মেসির আরো একটি মাইলফলকের দিকে এগিয়ে যাওয়া? সব প্রশ্নের উত্তরের অপেক্ষায় লুসাইলে আরেকটি রাত, মাত্র ৯০ মিনিট।
- 0 মন্তব্য