ভালবাসা, লা আলবিসেলেস্তে
পোস্টটি ৫৪৪ বার পঠিত হয়েছেজানালাটা খুললাম।
গোটা পৃথিবীতে আজ আকাশ নেমে এসেছে।
নীল-সাদার ক্যানভাসে মুছে গেছে ৩৬ বছরের অকুতোভয় অপেক্ষা।
সূর্যের মতন নির্ভার হাসছে মানুষ, ভালবাসার এক ও অদ্বিতীয় নামে-
লা আলবিসেলেস্তে!
আজকের আলোয় আনন্দ, তৃপ্তির অহঙ্কার
আজকের বাতাসে জাদু, সায়ন্তনী মাদকতা
আজকের কোলাহলে উন্মাদ অবিশ্বাস
আর বেহেস্তি প্রশান্তি।
কে ভেবেছিল?
দুঃস্বপ্ন শেষের এই অমোঘ রঙছবি কে এঁকেছিল?
আমরা! আমরাই তো!
৩৬ বছর নীল-সাদার ক্যানভাস চোখের জলে ভিজিয়ে রাখা
অদ্ভুত স্বপ্নচারী এক চেতনার নামে-
লা আলবিসেলেস্তে!
শাদ্দাদের বেহেস্ত আমি দেখিনি।
আমি দেখেছি লুসাইল স্টেডিয়াম-
হাঁটু গেড়ে বসা মেসি, পারেদেসের আলিঙ্গনে।
আমি দেখেছি বাজপাখির হুঙ্কার, দুঃসাহসী উদযাপন।
ভাগ্যকে আপন করে নেয়া ডি মারিয়ার ছলছলে কৃতজ্ঞতা।
বিজয়ের উল্লাসে মত্ত সদাহাসির ডি পল।
মাঠের প্রতিটা শুণ্যস্থান পূরণ করা আলেক্সিস ম্যাক-এলিস্টার!
পেনাল্টির স্বভাব-কবি গোঞ্জালো মন্টিয়েল!
ভবিষ্যতের পাঞ্জেরি এনজো আর আলভারেজের চোখে
সদ্য-ভূমিষ্ঠ এই প্রহেলিকা!
আমি দেখেছি ইস্পাত-কঠিন স্ক্যালোনির স্মৃতিকাতর জার্সি
বাঁধ ভেঙে পড়া হঠাৎ আনন্দের জোয়ার।
আমি দেখেছি আইমার, আগুয়েরো, বাতিস্তুতাদের জমে থাকা দীর্ঘশ্বাস
মহাকালের কৃষ্ণগহ্বরে চিরতরে হারিয়ে যেতে।
বুয়েনোস-আইরেস থেকে পলাশীর বুয়েট
একই বিজয়ের আফিমে আজ মত্ত!
আর্জেন্টিনার আকাশে আজ উড়ছে গর্বিত বাংলাদেশ,
আর বাংলাদেশের হৃদয়ে বাজছে এক কোটি বছরের জমে থাকা সুরঃ
Vamos! Vamos Argentina!! Vamos...!!!
আটলান্টিক থেকে প্রশান্ত-বঙ্গোপসাগর হয়ে,
পদ্মা-মেঘনা-যমুনা কিংবা আমিয়াখুম-নাফাখুম-শুভলং-মাধবকুন্ডের
অদম্য স্রোতে আজ ছড়িয়ে গেছে-
একই স্পন্দনে কম্পিত, একই সুরের মুর্ছনায় অর্জিত
একই প্রাণশক্তির তারকাচিহ্নিত এক মহাপ্রলয়!
রূপকথা আর চুপকথার মিছিলে, আজ একই স্লোগানে মুখর-
রবার্ট ব্রুসকে হারিয়ে দেয়া ধৈর্যের কান্ডারীরা!
জয়তু লা আলবিসেলেস্তে!
ভালবাসা আজীবন..
- 0 মন্তব্য