প্যাভিলিয়ন লেখক ক্লাব

নিয়মিতভাবে আপনার মতামত প্রকাশ করার পাশাপাশি আপনিও হতে পারেন ‘প্যাভিলিয়ন লেখক ক্লাব’-এর একজন গুরুত্বপূর্ণ সদস্য। এজন্য কয়েকটি ধাপের মধ্য দিয়ে যেতে হবে আপনাকে:

  1. ব্লগে হাতেখড়ি দিয়ে আপনি শুরু করতে পারেন প্যাভিলিয়নে আপনার যাত্রা। যেকোনও খেলার যেকোনও বিষয়ে লিখতে পারেন আপনি। খেলা নিয়ে সিনেমা-বইয়ের রিভিউ থেকে শুরু করে ম্যাচ বা ট্যাকটিকসের বিশ্লেষণ, ইতিহাস - আপনি বেছে নিতে পারেন যেকোনও কিছু। শুরুতে আপনার ব্লগ মডারেশনের মধ্য দিয়ে যাবে। তবে আপনি যদি নিয়মিত মানসম্মত লেখা লিখতে থাকেন, তাহলে ব্লগার একসেস পাওয়া সাপেক্ষে আপনাকে সরাসরি লেখা প্রকাশ করার সুযোগ দেওয়া হবে।
  2. মানসম্মত লেখা হলে সেগুলো প্যাভিলিয়নের “সম্পাদক নির্বাচিত ব্লগ” হিসেবে বিবেচিত হতে পারে। সম্পাদক নির্বাচিত ব্লগের জন্য সম্মানী দেওয়া হবে।
  3. নিয়মিতভাবে ব্লগে আপনার লেখা প্রকাশ হওয়া শুরু হলে প্যাভিলিয়নের মূল সাইটেও ফিচারড প্রবন্ধ লেখার সুযোগ আছে আপনার।
  4. এই বিষয়ে আপনার যেকোনও জিজ্ঞাসা থাকলে ইমেইল করতে পারেন এই ঠিকানায়:blog@pavilion.com.bd