• রাশিয়া বিশ্বকাপ ২০১৮
  • " />

     

    র‍্যাঙ্কিংয়ের শীর্ষে ফ্রান্স

    র‍্যাঙ্কিংয়ের শীর্ষে ফ্রান্স    

    ২০ বছর পর বিশ্বকাপ ঘরে তুলেছে তারা। ফিফা র‍্যাঙ্কিংয়ে যে ফ্রান্স উপরের দিকেই থাকবে, সেটা অনুমেয়ই ছিল। আজ প্রকাশিত নতুন র‍্যাঙ্কিংয়ের শীর্ষে আছে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স, দ্বিতীয় স্থানে আছে বিশ্বকাপে তৃতীয় হওয়া বেলজিয়াম। কোয়ার্টার ফাইনালে বাদ পড়া ব্রাজিল নেমে গেছে তৃতীয় স্থানে।

    ৬ ধাপ এগিয়ে র‍্যাঙ্কিংয়ের শীর্ষে আছে ফ্রান্স। একধাপ এগিয়ে দ্বিতীয় স্থানে বেলজিয়াম, একধাপ পিছিয়ে তৃতীয় স্থানে ব্রাজিল। সবচেয়ে বেশি এগিয়েছে রানার্সআপ ক্রোয়েশিয়া, ১৬ ধাপ এগিয়ে তারা আছে চতুর্থ স্থানে। ৯ ধাপ এগিয়ে উরুগুয়ে ৫, ৬ ধাপ এগিয়ে ইংল্যান্ড আছে ষষ্ঠ স্থানে।

    তিন ধাপ পিছিয়ে ৭ম স্থানে আছে পর্তুগাল, দুইধাপ পিছিয়ে সুইজারল্যান্ড আছে ৮ম স্থানে। একধাপ এগিয়ে স্পেন আছে নবম স্থানে। ১১তম স্থানে আছে আর্জেন্টিনা। সবচেয়ে বেশি পিছিয়েছে ২০১৪ সালের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি। প্রথম রাউন্ডেই বাদ পড়ায় ১৪ ধাপ পিছিয়ে ১৫তম স্থানে আছে জার্মানরা। ২০০৫ সালের পর এই প্রথমবার সেরা দশের বাইরে গেলো জার্মানি।