• ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ
  • " />

     

    শেষ ওভারে হারলেন মাহমুদউল্লাহরা

    শেষ ওভারে হারলেন মাহমুদউল্লাহরা    

    স্কোর

    সেন্ট কিটস ২০ ওভারে ১৬৮/৭ ( গেইল ৪০, তাহির ৪/২২)

    গায়ানা ১৯.৪ ওভারে ১৬৯/৬ ( তানভীর ৩৭*, মাহমুদউল্লাহ ১/২৮)

    গায়ানা ৪ উইকেটে জয়ী

     

    আগের ম্যাচে কিছু করে দেখাতে না পারলেও শেষ পর্যন্ত জিতেছিল তার দল। এবার অবশ্য হার নিয়েই মাঠ ছাড়তে হয়েছে মাহমুদউল্লাহকে। সিপিএলে গায়ানার বিপক্ষে শেষ ওভারে গিয়ে ৪ উইকেটে হেরেছে মাহমুদউল্লাহর সেন্ট কিটস অ্যান্ড নেভিস।

    টসে হেরে ব্যাটিংয়ে নামে সেন্ট কিটস। মাহমুদউল্লাহ যখন ব্যাটিংয়ে নামেন, ১৩ ওভারে তখন দলের রান ১০২, পড়েছে ৫ উইকেট। মাহমুদউল্লাহ টিকতে পেরেছেন মাত্র ৬ বল, করেছেন ৪ রান। ইমরান তাহিরের বল সাইডের একটু বাইরে করা বলে মারতে গিয়ে কভারে ডেলপোর্টের হাতে তালুবন্দি হন তিনি। শেষের দিকে অ্যান্টন ডেভসিচ ও বেন কাটিংয়ের ক্যামিওতে ১৬৮ রানের পুঁজি পায় সেন্ট কিটস।

    বল হাতে বেশ কৃপণ ছিলেন মাহমুদউল্লাহ। ৭ম ওভারে বল করতে আসেন তিনি। প্রথম ওভারে দেন ৬ রান, দ্বিতীয় ওভারে দেন ৮ রান। তৃতীয় ওভারে  দিয়েছেন মাত্র ২ রান। নিজের শেষ ওভারে একটু খরুচে ছিলেন মাহমুদউল্লাহ, দিয়েছেন ১২ রান। তবে শেষ বলে তুলে নেন ডেলপোর্টের উইকেট। ফুলটস বলটা প্রায় ছয় হতেই নিয়েছিল, বাউন্ডারি লাইনে অবিশ্বাস্য এক ক্যাচ ধরেন কাটিং।

    শেষের দিকে কিছুটা জয়ের আশা জেগেছিল মাহমুদউল্লাহর দলের। তবে সোহেল তানভীরের ২০ বলে ৩২ রানের ইনিংসে সেটা ধূলিসাৎ হতে সময় লাগেনি। এক বল বাকি থাকতেই জয় তুলে নেয় গায়ানা।