• ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ
  • " />

     

    মাহমুদউল্লাহ ঝড়ে প্লে-অফে সেন্ট কিটস

    মাহমুদউল্লাহ ঝড়ে প্লে-অফে সেন্ট কিটস    

    স্কোর

    জ্যামাইকা তালাওয়াস ২০ ওভারে ২০৬/৬ ( পাওয়েল ৮৪, কাটিং ২/২৯)

    সেন্ট কিটস ১০.১ ওভারে ১১৮/৩ ( মাহমুদউল্লাহ ২৮*, ডুসেন ৪৫*)

    সেন্ট কিটস বৃষ্টি আইনে ৭ উইকেটে জয়ী

     

    এই মৌসুমে খুব বেশি করে দেখাতে পারেননি। ব্যাট-বল দুই বিভাগে মাহমুদউল্লাহ রিয়াদ ছিলেন অনেকটাই নিষ্প্রভ। নিজের সেরাটা বোধহয় আজকের জন্যই জমা করে রেখেছিলেন। শ্বাসরুদ্ধকর এক ম্যাচে মাহমুদউল্লাহ্‌ অপরাজিত থাকলেন ১০ বলে ২৬ রান করে। তার ব্যাটিং নৈপুণ্যেই জ্যামাইকা তালাওয়াসকে ৭ উইকেতে হারিয়ে প্লে-অফ নিশ্চিত করেছে সেন্ট কিটস অ্যান্ড নেভিস।

    বল হাতে আজ সুযোগ পাননি মাহমুদউল্লাহ, জ্যামাইকা তোলে ২০৬ রান। বৃষ্টির কারণে সেন্ট কিটসের লক্ষ্যটা দাঁড়িয়েছিল ১১ ওভারে ১১৮ রান। সপ্তম ওভারের দ্বিতীয় বলে যখন মাহমুদউল্লাহ ক্রিজে নামেন, দলের স্কোর ৭১। জয়ের জন্য ২৩ বলে দরকার আরও ৪৭ রান। প্রথম তিন বল দেখেশুনেই পার করলেন, নিলেন ২ রান।

    পরের ওভারে ওশান থমাসকে পরপর দুই বলে দুই ছয় মারার পর মাহমুদউল্লাহকে স্ট্রাইকে এনে দিলেন ডুসেন। থমাসের শেষ তিন বলে রীতিমত তান্ডব চালালেল মাহমুদউল্লাহও। চতুর্থ ও পঞ্চম বলে পরপর দুটি চার মারলেন। শেষ বলে ডিপ মিড উইকেট দিয়ে দুর্দান্ত এক ছয় হাঁকালেন। ওভারে উঠলো ২৭ রান, জয়ের আশা উজ্জ্বল হলও আরও।

    পরের ওভারে অ্যাডাম জাম্পার দ্বিতীয় বলে আবারও মাহমুদউল্লাহ্‌র ছক্কা। এবার এক্সট্রা কভারের ওপর দিয়ে তুলে দিয়েছেন বল। তখন জিততে দরকার আর ১০ রান, বলও বাকি ১০। ১০ম ওভারের প্রথম বলেই দুই রান নিয়ে জয় নিশ্চিত করলেন মাহমুদউল্লাহই। প্লে-অফে খেলার আনন্দে মাতল পুরো সেন্ট কিটস।