• চ্যাম্পিয়নস লিগ
  • " />

     

    পিএসজিকেই এগিয়ে রাখছেন ক্লপ

    পিএসজিকেই এগিয়ে রাখছেন ক্লপ    

     

    গতবার ফাইনালে উঠেও রিয়াল মাদ্রিদের কাছে হেরে স্বপ্নভঙ্গ হয়েছিল লিভারপুলের। সেই হতাশা পেছনে ফেলে আবারও চ্যাম্পিয়নস লিগ মিশনে নামছেন ক্লপের দল। মৌসুমের প্রথম ম্যাচে পিএসজির মুখোমুখি লিভারপুল। ম্যাচের আগে ক্লপ বলছেন, এই লড়াইয়ে পিএসজিই ফেভারিট।

    ফ্রেঞ্চ লিগে দুর্দান্ত শুরু করেছে পিএসজি। ৫ ম্যাচে নেইমার-কাভানি-এমবাপ্পেরা করেছেন ১৭ গোল, হজম করেছেন মাত্র ৪ টি। লিভারপুলও পিছিয়ে নেই। প্রিমিয়ার লিগে নিজেদের ৫ ম্যাচে সবকয়টিতেই জিতেছে তারা, গোল করেছেন ১১টি, হজম করেছে মাত্র ২ টি।

    ক্লপ তাও এগিয়ে রাখছেন পিএসজিকেই, ‘পিএসজি এবারের অন্যতম ফেভারিট দল। তাহলে আমরা এই ম্যাচে কীভাবে এগিয়ে থাকতে পারি? সবাই পিএসজির দলের ব্যাপারে জানে। তারা চ্যাম্পিয়নস লিগ জেতার জন্যই প্রস্তুত হচ্ছে। তাদের সেই মানের ফুটবলার আছে, কোচ আছে।’

    ম্যাচটা হবে লিভারপুলের ঘরের মাঠে। সেই সুবাদে কিছু বাড়তি অনুপ্রেরণার আশায় ক্লপ, ‘আমরা অ্যানফিল্ডে খেলব। আশা করি এটার কারণে কিছু বাড়তি সুবিধা পাবে ফুটবলাররা। একটু বাড়তি অনুপ্রেরণাই ম্যাচের ফলাফলে প্রভাব ফেলতে পারে। জয় দিয়েই এবারের মৌসুমটা শুরু করতে চায় সবাই।

    রাত ১টায় মুখোমুখি হবে লিভারপুল-পিএসজি।