• চ্যাম্পিয়নস লিগ
  • " />

     

    মেসির সাথে চ্যাম্পিয়নস লিগ জিততে চান কুতিনিয়ো

    মেসির সাথে চ্যাম্পিয়নস লিগ জিততে চান কুতিনিয়ো    

     

    গতবার বার্সেলোনার হয়ে সব টুর্নামেন্টে খেললেও ইউয়েফার নিয়মের কারণে চ্যাম্পিয়নস লিগ খেলতে পারেননি তিনি। ফিলিপে কুতিনিয়ো তাই মাঠের বাইরে বসেই দেখেছেন রোমার কাছে হেরে বার্সেলোনার সেই বিদায়। কুতিনিয়ো বলছেন, গত কয়েক মৌসুমে চ্যাম্পিয়নস লিগ না জেতার হতাশা খুব ভালমতোই জেঁকে ধরেছে লিওনেল মেসিকে। এবার তাই তার সাথেই শিরোপা জিততে চান।

    শেষ পাঁচ মৌসুমের চারটিতেই ট্রফি জিতেছে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ। এই ব্যাপারটা মেসিকে আরও বেশি কষ্ট দেয়, বলছেন কুতিনিয়ো, ‘আসলে অনুভূতিটা বুঝানো কঠিন। সে বিশ্বের সেরা ফুটবলার। সবার মতো সেও চ্যাম্পিয়নস লিগ জিততে চায়। যেভাবে গত কয়েক মৌসুম ধরে বার্সা বাদ পড়ছে, সেটা তার জন্য মেনে নেওয়া কষ্টকর।’

    মৌসুমের শুরুতেই মেসি বলেছিলেন, অধিনায়ক হিসেবে এবার চ্যাম্পিয়নস লিগ জিততে চান। সেই লক্ষ্যের কথা জানিয়েছিলেন বার্সা কোচ এরনেস্তো ভালভের্দেও। এটা কি খানিকটা চাপে ফেলে দিয়েছে দলের অন্যদের? কুতিনিয়ো বলছেন, এটা চাপ নয়, অনুপ্রেরণা, ‘চ্যাম্পিয়নস লিগ সবাই জিততে চায়। এটা নিয়ে মৌসুমের শুরু থেকেই অনেক কথা হচ্ছে। এতে চাপের কিছুই নেই। বরং উল্টোটাই হচ্ছে, আমরা আরও ভালোভাবে প্রস্তুতি নিচ্ছি। লা লিগা অনেক লম্বা টুর্নামেন্ট, চ্যাম্পিয়নস লিগ সেরকম নয়। একটু ভুল হলেই আপনি টুর্নামেন্ট থেকে বিদায় নিতে পারেন। তাই প্রতিটা মুহূর্তই সতর্ক থাকতে হবে।’

    আজ রাতে গ্রুপ পর্বের ম্যাচে পিএসভির বিপক্ষে ম্যাচ দিয়েই চ্যাম্পিয়নস লিগের এবারের মিশন শুরু করছে বার্সেলোনা।