• এশিয়া কাপ ২০১৮
  • " />

     

    সাকিবকে সরিয়ে র‍্যাংকিংয়ের শীর্ষে রশিদ

    সাকিবকে সরিয়ে র‍্যাংকিংয়ের শীর্ষে রশিদ    

    এশিয়া কাপে দুর্দান্ত বোলিং করেছেন তিনি। দল ফাইনালে না উঠলেও বল হাতে রশিদ খান ছিলেন দারুণ ফর্মে। সেই সুবাদেই ওয়ানডে অলরাউন্ডার র‍্যাংকিংয়ের শীর্ষে উঠে এসেছেন তিনি। পেছনে ফেলেছেন বাংলাদেশের সাকিব আল হাসানকে।

    আফগানিস্তানের হয়ে ৫ ম্যাচ খেলেছেন এশিয়া কাপে। রশিদ এই পাঁচ ম্যাচে তুলে নিয়েছেন ১০ উইকেট। ৪৩.৫০ গড়ে করেছেন ৮৭ রানও। ৬৭ পয়েন্ট পেয়ে রশিদ উঠে এসেছেন র‍্যাঙ্কিংয়ের শীর্ষে, তার বর্তমান পয়েন্ট ৩৫৩। অন্যদিকে সাকিব খেলেছেন ৪ ম্যাচ, নিয়েছেন ৭ উইকেট, ব্যাট হাতে করেছেন ৪৯ রান। একধাপ পিছিয়ে ৩৪১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছেন সাকিব।

    এদিকে ওয়ানডেতে শীর্ষ ১০ বোলারের তালিকায় নেই কোনো বাংলাদেশি। ১২ তম স্থানে আছেন মুস্তাফিজুর রহমান,তার পয়েন্ট ৬৫১। ৭৯৭ পয়েন্ট নিয়ে শীর্ষে আছেন যশপ্রীত বুমরাহ।

    বোলিংয়ের মতো শীর্ষ ১০ ব্যাটসম্যানের তালিকাতেও নেই কোনো বাংলাদেশি। ৭০২ পয়েন্ট নিয়ে ১৬ তম স্থানে আছেন মুশফিকুর রহিম। এশিয়া কাপ না খেলেও ৮৮৪ পয়েন্ট নিয়ে শীর্ষে বিরাট কোহলি।