• ইংলিশ প্রিমিয়ার লিগ
  • " />

     

    দোষটা মরিনহোর না, ফুটবলারদের: লুক শ'

    দোষটা মরিনহোর না, ফুটবলারদের: লুক শ'    

     

    তার এখন চাকরি যায় যায় অবস্থা। টানা কয়েক ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেডের বাজে পারফরম্যান্স হোসে মরিনহোকে দাঁড় করিয়ে দিয়েছে খাদের কিনারায়। চারদিক থেকে যখন সমালোচনায় বিদ্ধ হচ্ছেন, ফুটবলারদের সাথে সম্পর্কের অবনতি নিয়েও যখন কথা শুনতে হচ্ছে; তখন মরিনহো পাশে পেলেন তার দলেরই ফুটবলারকেই। ইউনাইটেড ডিফেন্ডার লুক শ’ বলছেন, দলের এই অবস্থার জন্য মরিনহো না, দায়ী দলের ফুটবলাররাই!

    লিগে একের পর এক ম্যাচে পয়েন্ট খুইয়েছে ইউনাইটেড। দলের এমন পারফরম্যান্সের সাথে যোগ হয়েছে ফুটবলারদের সাথে মরিনহোর প্রকাশ্য দ্বন্দ্ব। অনেকেই ক্লাব ছাড়তে পারেন তার সাথে দ্বন্দ্বের জন্য, শোনা যাচ্ছে এটা। নিকট ভবিষ্যতেই চাকরি হারাতে যাচ্ছেন মরিনহো, গুঞ্জন উঠেছে এমনটাই।

    লুক শ’ অবশ্য সব হারের দায়ভার নিজেদের কাঁধেই নিচ্ছেন, ‘মাঠে খেলতে নামি আমরাই। ম্যানেজার তো মাঠে নামেন না তাইনা? তিনি দল ঠিক করে দেন, সেই দল খেলে। আমাদের দলটা দেখেন, এটা যথেষ্ট শক্তিশালী। কিন্তু আমরা ভালো খেলিনি, এটার দায় তাই আমাদেরই। তাকে দোষ দিয়ে তো কোনো লাভ নেই।’

    নিজেদের পারফরম্যান্সে নিজেই হতাশ লুক শ’, ‘সত্যি বলতে জঘন্য খেলছি আমরা। ওয়েস্ট হামের বিপক্ষে তো শুরু থেকেই মনে হচ্ছিল আমরা হারব। ইউনাইটেডের মতো দলে এটা হওয়া উচিত না। আমাদের তো দাপটের সাথে খেলে জেতা উচিত। হয়ত খুব তাড়াতাড়িই আমরা ফর্মে ফিরব।’

    মরিনহোর চাকরি বাঁচানোর জন্য ফুটবলারদের ফর্মে ফেরাটা যে মহা জরুরী হয়ে দাঁড়িয়েছে!