• ইউরোপা লিগ
  • " />

     

    নিরাপত্তা শঙ্কায় আজারবাইজান যাচ্ছেন না মিখিতারিয়ান

    নিরাপত্তা শঙ্কায় আজারবাইজান যাচ্ছেন না মিখিতারিয়ান    

     

    আর্মেনিয়া-আজারবাইজান বিরোধটা চলছে বহুদিন ধরেই। দুই দেশের মাঝে নেই কোনো কূটনৈতিক সম্পর্কও। দুই দেশের এই দ্বন্দ্বের মাঝে পড়তে হলো আর্সেনালের হেনরিখ মিখিতারিয়ানকেও। নিরাপত্তার কারণে আজারবাইজানের ক্লাব কারাবাগের বিপক্ষে খেলতে যাননি আর্মেনিয়ান নাগরিক মিখিতারিয়ান।

    আজারবাইজানের রাজধানী বাকুর ক্লাব কারাবাগে খেলতে গেছে আর্সেনাল। ইউরোপা লিগের এই ম্যাচে দলে সাথে যাননি মিখিতারিয়ান। আর্সেনাল কোচ উনাই এমেরি জানিয়েছেন, তার নিরাপত্তার কথা ভেবেই দলের সাথে আসতে মানা করা হয়েছে, ‘সে বাকুতে আসতে পারত না। এখানে যারা এসেছে তাদের পূর্ণ মনোযোগ থাকতে হবে। আর মিখিতারিয়ান সেটা দিতে পারত না বেশ কিছু কারণেই। আমার কাজ ফুটবল নিয়ে, দুই দেশকেই আমি সম্মান করি। কিন্তু পরিস্থিতি যা দাঁড়িয়েছে, তার এখানে খেলাটা অনেকটাই অসম্ভব ছিল।’

    তবে কারাবাগ কোচ গুরবান গুরবানোভ অবশ্য মনে করেন, রাজনৈতিক কারণ নয়, ইচ্ছা করেই মিখিতারিয়ানকে আনেনি আর্সেনাল, ‘আমরা চাইনা খেলার মাঝে রাজনীতি আসুক। এর আগেও তো অনেক আর্মেনিয়ান ফুটবলার আজারবাইজানে এসেছে। আসলে আর্সেনালই তাকে আনতে চায়নি। হয়ত তারা ভয় পাচ্ছে ৬০ হাজার আজারবাইজান সমর্থকের উপস্থিতিতে খুব বেশি চাপে পড়ে ভালো খেলতে পারবে না মিখিতারিয়ান।’

    ২০১৫ সালে যখন বরুশিয়া ডর্টমুণ্ডে খেলতে মিখিতারিয়ান, তখনও ইউরোপা লিগের ম্যাচ খেলতে আজারবাইজানের ক্লাব গাবালার মাঠে আসেননি তিনি। এবারের ইউরোপা লিগের ফাইনালও হবে বাকুতেই। আর্সেনাল যদি ফাইনালে উঠেই যায়, তাহলে কী করবেন মিখিতারিয়ান? প্রশ্নের জবাবটা হয়ত তখনই পাওয়া যাবে।