• লা লিগা
  • " />

     

    চাকরি হারানো নিয়ে ভাবছেন না লোপেতেগি

    চাকরি হারানো নিয়ে ভাবছেন না লোপেতেগি    

     

    গত ৩৩ বছরে এমন অবস্থা কখনোই হয়নি তাদের। রিয়াল মাদ্রিদের দুঃসময় যেন কিছুতেই কাটছে না। কাল ঘরের মাঠে লেভান্তের কাছেও হেরে গেল রিয়াল। ২০০৯ সালের পর এই প্রথমবার টানা তিন ম্যাচে হারের স্বাদ পেতে হলো রিয়ালকে। এমন হারের পর প্রশ্ন উঠেছে কোচ হুলেন লোপেতেগির থাকা নিয়েও। লোপেতেগি অবশ্য বলছেন, নিজের চাকরি নিয়ে একদমই মাথা ঘামাচ্ছেন না।

    শেষ চার ম্যাচে নেই গোল, আসেনি জয়ও। এমন বোঝা মাথায় নিয়েই লেভান্তের বিপক্ষে খেলতে নেমেছিল রিয়াল। শেষ পর্যন্ত হারতে হয়েছে এই ম্যাচেও। একের পর এক হারে টালমাটাল রিয়ালের কোচের পরিবর্তন দরকার কিনা, সে নিয়েও বিস্তর আলোচনা হচ্ছে।

    লোপেতেগি অবশ্য নিজের চাকরি হারানোর ভয় করছেন না একদমই, ‘এটা নিয়ে তো একেবারেই ভাবছি না। ফুটবলাররা হারের পর যেমন কষ্টে আছে, আমারও তেমনই খারাপ লাগছে। আমার চাকরি থাকবে কিনা, সেটা নিয়ে দুশ্চিন্তা করছি না। আমরা শুরুটা ভালো করেছিলাম। কিন্তু দুই গোল হজম করে সব এলোমেলো হয়ে গেছে।’

    চ্যাম্পিয়নস লিগে ভিক্টোরিয়া প্লাজেনের বিপক্ষে ম্যাচে জয় দিয়েই ঘুরে দাঁড়াতে চান লোপেতেগি, ‘আমি এখন শুধু প্লাজেনের বিপক্ষে ম্যাচটা নিয়েই ভাবছি। সেই ম্যাচে জয় দিয়েই আমরা ঘুরে দাঁড়াবো। সামনে এল ক্লাসিকো, জয় দিয়েই ফর্মে ফিরতে চায় সবাই।’

    রিয়াল কি সত্যিই ঘুরে দাঁড়াতে পারবে? নাকি আরেকটি হারে পয়েন্ট তালিকার আরও নিচে নেমে যাবে তারা?