• চ্যাম্পিয়নস লিগ
  • " />

     

    ওল্ড ট্রাফোর্ডে ফেরাটা 'বিশেষ কিছু': রোনালদো

    ওল্ড ট্রাফোর্ডে ফেরাটা 'বিশেষ কিছু': রোনালদো    

     

    ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়ার পর শেষবার ওল্ড ট্রাফোর্ডে তিনি খেলতে গিয়েছিলেন পাঁচ বছর আগে। আজ চিরচেনা সেই স্টেডিয়ামে আবার মাঠে নামবেন ক্রিশ্চিয়ানো রোনালদো, তবে এবার গায়ে থাকবে জুভেন্টাসের জার্সি। সাবেক ক্লাবে ফিরে রোনালদো বলছেন, ওল্ড ট্রাফোর্ডে ফেরা তার কাছে বিশেষ কিছু।

    এই ওল্ড ট্রাফোর্ডেই চিনিয়েছিলেন তার জাত। ২০১৩ সালের পর আবারও ইউনাইটেডের ঘরে খেলবেন এক সময় তাদের হয়ে মাঠ কাঁপান রোনালদো। ওল্ড ট্রাফোর্ডে ফিরে খানিকটা আবেগি হয়ে পড়ছেন সিআর সেভেন, ‘ইউনাইটেডে ফেরাটা সবসময়ই একটু বিশেষ কিছু। এখানে অনেক সুন্দর মুহূর্ত আছে আমার ক্যারিয়ারের, বিশেষ করে স্যার অ্যালেক্স ফার্গুসনের সাথে। তিনি আমাকে অনেক সাহায্য করেছেন। এখানে এসেই তার কথা মনে হয়েছে।’

    গত কয়েক সপ্তাহ ধরেই ধর্ষণের অভিযোগে টালমাটাল রোনালদোর ক্যারিয়ার। রোনালদো বলছেন, এসব চিন্তা মাথা থেকে দূরে রেখেই খেলতে নামবেন, ‘আমি দুই সপ্তাহ আগেই এই ব্যাপারে কথা বলেছিলাম। আমি নিজের জীবন ও ফুটবলকে উপভোগ করি। আমি জানি মাঠে ও মাঠের বাইরে আমি একজন ‘আইডল’। সবসময় হাসিখুশি থাকার চেষ্টাই করি, পরিবার নিয়ে সুখে থাকতে চাই। আমার সবকিছুই আছে, বাকি সবকিছু নিয়ে তাই এত ভাবছি না।’

    রাতে চ্যাম্পিয়নস লিগের ম্যাচে মুখোমুখি হবে জুভেন্টাস ও ম্যানচেস্টার ইউনাইটেড।