• ইংলিশ প্রিমিয়ার লিগ
  • " />

     

    টাইব্রেকারে পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ

    টাইব্রেকারে পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ    

    গোলরক্ষক মেহেদী হাসানকে মাথায় তুলেই নাচার কথা পুরো দলের। বদলি গোলরক্ষক সেমিফাইনালের পর ফাইনালেও বাংলাদেশের জয়ের নায়ক। সাফ অনূর্ধ্ব-১৫ চ্যাম্পিয়নশিপে পাকিস্তানকে টাইব্রেকারে ৩-২ ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। ভারতকেও সেমিফাইনালে টাইব্রেকারেই হারিয়েছিল লাল সবুজের দল। সেই ম্যাচেও বদলী হয়ে নেমেছিলেন গোলরক্ষক মেহেদী। 

    ফাইনালে নির্ধারিত সময়ের খেলা শেষ হয় ১-১ গোলে। নির্ধারিত সময়ের একেবারে শেষদিকে গিয়ে নিয়মিত গোলরক্ষক মিতুল মারমাকে আরও একবার বদলি করান বাংলাদেশ কোচ। পেনাল্টি স্পেশালিস্ট মেহেদী হতাশ করেননি। পাকিস্তানের প্রথম, দ্বিতীয় ও শেষ পেনাল্টিটি ঠেকিয়ে বাংলাদেশকে শিরোপা এনে দেন তিনিই। 

    ২৫ মিনিটে আত্মঘাতী গোলে এগিয়ে ছিল বাংলাদেশ। এরপর পাকিস্তানই আক্রমণে মনোযোগী হয়েছে বেশি। ৫৪ মিনিটে পাকিস্তানের ম্যাচে ফেরাটাও ছিল অনুমিত। পাকিস্তানের ম্যাচে ফেরাটাও অবশ্য পেনাল্টি থেকে। ম্যাচের উত্তেজনা শুরু থেকে শেষ পর্যন্ত একইরকম, রোমাঞ্চকর ফাইনালের শেষটাও হয়েছে ফাইনালের। শেষ পেনাল্টিটা মেহেদী না ঠেকিয়ে দিলে সাডেন ডেথে গড়াত খেলা। 

    ২০১৫ সালে সাফ অনুর্ধ্ব-১৬ ফুটবলের শিরোপা জেতার পর এবারই প্রথম কোনো শিরোপা জিতল বাংলাদেশের ছেলেরা।