• চ্যাম্পিয়নস লিগ
  • " />

     

    সোলারিকেই রেখে দেওয়ার পক্ষে রিয়াল ফুটবলাররা

    সোলারিকেই রেখে দেওয়ার পক্ষে রিয়াল ফুটবলাররা    

     

    যখন তিনি দায়িত্ব নেন, একের পর এক হারে রিয়াল মাদ্রিদের তখন টালমাটাল হাল। দুই সপ্তাহের জন্য অস্থায়ী কোচের দায়িত্ব পেয়েই সান্তিয়াগো সোলারি যেন বদলে দিয়েছেন রিয়ালকে। তাঁর অধীনে টানা তিন ম্যাচে জয় পেয়েছে রিয়াল। গত রাতে চ্যাম্পিয়নস লিগে ভিক্টোরিয়া প্লাজেনের বিপক্ষে ৫-০ গোলের বড় জয়ের পর রিয়ালের অনেকে চাইছেন, সোলারি যেন পাকাপাকিভাবেই রিয়ালের কোচের দায়িত্বে থেকে যান।

    ১৯৫০ সালের পর প্রথম রিয়াল কোচ হিসেবে নিজের প্রথম তিন ম্যাচেই জয় পেলেন সোলারি। শুধু তাই নয়, এই তিন ম্যাচে একটি গোলও হজম করেনি রিয়াল। প্লাজেনের বিপক্ষে ম্যাচের পর কাসেমিরো বলছেন, সোলারিকে স্থায়ী কোচ হিসেবে দেখতে চান তিনি, ‘সোলারির সাথে আমাদের সময়টা ভালোই কাটছে। নতুন কেউ আসতে পারে দ্রুতই, সবাই এটা নিয়ে কথাও বলছে। কিন্তু আমরা সোলারিকেই কোচের পূর্ণ সম্মানটা দেখাচ্ছি। সব যদি ঠিকঠাক মতো চলে, তাহলে পূর্ণকালীন কোচ হিসেবে তাকে সুযোগ দিতে ক্ষতি কী?’

    কাসেমিরোর সাথে সুর মেলাচ্ছেন করিম বেনজেমাও, ‘লোপেতেগিও দারুণ কোচ ছিলেন। তবে সোলারির অধীনে সবাই অনেক বেশি আত্মবিশ্বাসী। আমার মনে হয় তাকে মৌসুমের শেষ পর্যন্ত রেখে দেওয়া উচিত।’

    সবাই তো তাঁর প্রশংসায় পঞ্চমুখ। সোলারি অবশ্য দলের ভালো পারফরম্যান্সের কৃতিত্ব ফুটবলারদেরই দিচ্ছেন, ‘পুরো কৃতিত্বটা ফুটবলারদেরই। প্লাজেনের বিপক্ষেও মাঠে নেমে শুরু থেকে শেষ পর্যন্ত খুব গুরুত্ব দিয়ে খেলেছে তারা। এটা ছাড়া চ্যাম্পিয়নস লিগে ৫-০ গোলে জেতা সম্ভব না। তারা নিজেদের জাত চিনিয়েছে, দারুণ কিছু গোলও এসেছে। এই দলটা অনেকদূর যাবে। আক্রমণাত্মক মনোভাবটা ধরে রেখে আরও সামনের দিকে এগিয়ে যেতে হবে।’

    মৌসুমের শেষ পর্যন্ত থাকবেন কিনা, সেটা নিয়ে একদমই ভাবছেন না সোলারি, ‘আমি শুধু পরের ম্যাচ নিয়ে ভাবছি। এটাই হয়ত সবদিক দিয়েই ভালো। ফুটবলে পরের ম্যাচটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। প্লাজেনের বিপক্ষে ভালো খেলেছে দল, এখন আমাদের সামনের ম্যাচের জন্য প্রস্তুতি নিতে হবে।' 

    শেষ পর্যন্ত সোলারিকে মৌসুমের বাকি সময়টা রাখবে কিনা রিয়াল, সেটা সময়ই বলে দেবে।