• লা লিগা
  • " />

     

    রিয়ালের জন্য জাতীয় দলকে না বললেন নাভাস

    রিয়ালের জন্য জাতীয় দলকে না বললেন নাভাস    

     

    থিবো কোর্তোয়া আসার পর থেকেই দলের একাদশে জায়গা পাওয়া নিয়ে তাঁর লড়াইটা চলছে। রিয়াল মাদ্রিদের গোলরক্ষকের দায়িত্ব পাওয়ার জন্য কোর্তোয়া যে শক্ত প্রতিপক্ষ, তা এর মাঝেই বুঝে গেছেন কেইলর নাভাস। গত কয়েক ম্যাচে নিয়মিতভাবে সুযোগও পাচ্ছেন না তিনি। নতুন কোচের অধীনে নিজেকে প্রমাণ করার জন্য এবার জাতীয় দল কোস্টারিকার হয়ে প্রস্তুতি ম্যাচ না খেলার সিদ্ধান্ত নিয়েছেন নাভাস।

    সান্তিয়াগো সোলারির অধীনে শুধু কোপা ডেল রের ম্যাচেই একাদশে ছিলেন নাভাস। লা লিগা ও চ্যাম্পিয়নস লিগে কিপিং করেছেন কোর্তোয়া। সামনেই আন্তর্জাতিক ম্যাচের বিরতি। কোর্তোয়া আইসল্যান্ড ও সুইজারল্যান্ডের বিপক্ষকে ম্যাচ খেলতে যোগ দেবেন বেলজিয়ামের সাথে। ম্যাচ রয়েছে কোস্টারিকারও, তারা খেলবে চিলি ও পেরুর সাথে।

    এই দুই ম্যাচে স্কোয়াডে না নেওয়ার জন্য জাতীয় দলের কোচকে নিজেই মানা করেছেন নাভাস, কোস্টারিকা কোচ রোনাল্ড গঞ্জালেজ জানিয়েছেন এমনটাই, ‘আমরা সবাই জানি নাভাস কোন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। রিয়াল একাদশে তাঁর জায়গাটা হুমকির মুখে পড়েছে। তাই আন্তর্জাতিক ম্যাচের বিরতির সময়ে সে মাদ্রিদেই থাকতে চাচ্ছে। সে দুইটি প্রস্তুতি ম্যাচে খেলবে না বলেই জানিয়েছে।’

    বিশ্বকাপের পর মাত্র একবারই দেশে ফেরত গিয়েছিলেন নাভাস। সেপ্টেম্বরে মেক্সিকো ও কলম্বিয়ার বিপক্ষে ম্যাচে খেলেছিলেন। গঞ্জালেজ জানালেন, আগামী মার্চে অনুষ্ঠিত হতে যাওয়া কনকাকাফ গোল্ডকাপেই জাতীয় দলের হয়ে ফিরতে চান নাভাস, ‘সে মার্চে গোল্ডকাপে খেলতে চায়। মাদ্রিদে নিয়মিত গোলরক্ষক হওয়ার পর এবারই সে প্রথম এই টুর্নামেন্টে খেলতে আসছে।’

    জাতীয় দলকে মানা করেছেন রিয়ালে নিয়মিত হওয়ার কারণে। নাভাসের এই লক্ষ্যটা কতটুক পূর্ণ হয়, সেটা সময়ই বলে দেবে।