• বাংলাদেশ ক্রিকেট লিগ ২০১৮
  • " />

     

    চট্টগ্রামে মেহেদির দিন

    চট্টগ্রামে মেহেদির দিন    

    বিসিএল চতুর্থ রাউন্ড, চট্টগ্রাম
    ৩য় দিনশেষে 
    সেন্ট্রাল জোন ১ম ইনিংস ২৬১ (তাইবুর ৬৮, সাদমান ৬০, মেহেদি ৩/৫০, আল-আমিন ৩/৬৭) ও ২য় ইনিংস* ১৮০/৫ (শুভাগত ৫৫*, তাইবুর ৩৩, মেহেদি ৩/৪৪) 
    সাউথ জোন ১ম ইনিংস ৩৯৭ (তুষার ৭৮, এনামুল ৭৭, ফজলে ৭৪, রকিবুল ৬৫, মেহেদি ৪৬, আরাফাত সানি ৪/১২২, ইয়াসিন ২/৫৪)


    প্রথমে সাতে নেমে করেছেন ৪৬ রান, হঠাৎ ধসে শেষ হয়ে যেতে দেননি সাউথ জোনের ইনিংস। এরপর নিয়েছেন ৩ উইকেট, চট্টগ্রামে সেন্ট্রাল জোনকে চাপে রেখেছেন মেহেদি হাসান।  শুভাগত হোমের অপরাজিত ফিফটিতে তৃতীয় দিনশেষে দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট বাকি রেখে ৪৪ রানে এগিয়ে আছে সেন্ট্রাল জোন। এর আগে আগেরদিনের সঙ্গে শেষ ৫ উইকেটে ৮৮ রান যোগ করেছিল সাউথ জোন। 

    আগেরদিনের স্কোরের সঙ্গে রকিবুল এদিন যোগ করতে পেরেছেন ১১ রান। ৬৫ রান করে তিনি হয়েছেন রান-আউট, এরপর দ্রুত ফিরেছেন নাহিদুল ইসলামও, রবিউল হকের বলে ক্যাচ দিয়ে। শেষ ৩ ব্যাটসম্যানকে নিয়ে এরপর মেহেদি হাসান যোগ করেছেন ৫৯ রান। শেষ ব্যাটসম্যান হিসেবে শুভাগতর বলে বোল্ড হওয়ার আগে তিনি করেছেন ৪৬ রান। এর আগে আরাফাত সানির বলে ক্যাচ দিয়েছেন রাজ্জাক, কামরুল ইসলাম রাব্বি হয়েছেন রান-আউট। 

    ১৩৬ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করা সেন্ট্রাল জোন শুরুতে উইকেট হারিয়েছে নিয়মিত বিরতিতেই, শুরুর ৩ উইকেটই নিয়েছেন মেহেদি। ২১ রানে পিনাক ঘোষ বোল্ড হয়েছেন, ৪২ রানের মাথায় সাদমান দিয়েছেন ক্যাচ, ৬৩ রানের মাথায় আব্দুল মজিদ হয়েছেন এলবিডব্লিউ। 

    মার্শাল আইয়ুব কামরুল ইসলাম রাব্বির বলে এলবিডব্লিউ হওয়ার আগে করেছেন ১৭, দলীয় ১০০ রানে সেন্ট্রাল হারিয়েছে চতুর্থ উইকেট। শুভাগত ও তাইবুর ৫ম উইকেটে গড়েছে ৫৫ রানের জুটি, রাজ্জাকের বলে তাইবুর এলবিডব্লিউ হয়েছেন ৩৩ রান করে। দিনশেষে ৫৫ রানে অপরাজিত থাকা শুভাগতর সঙ্গী জাকের আলি ব্যাটিং করছেন ১০ রানে।